Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ওই সরকার অনেক জমি দিয়েছিল, কি হল? হিন্দমোটরে বামেদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Updated :  Wednesday, July 27, 2022 3:57 PM

একগুচ্ছ শিল্প প্রকল্পের উদ্বোধন করতে বুধবার উত্তরপাড়ার হিন্দমোটরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই শিল্প নিয়ে বামেদের বিরুদ্ধে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার কারখানা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, হিন্দুস্তান মটরকে বামফ্রন্ট সরকার অনেকটা জমি দিয়েছিল কিন্তু তাতে কোন কাজ হয়নি। পশ্চিমবঙ্গ সরকারের থেকে জমি নিয়ে তারা চেন্নাইতে ইনভেস্ট করেছে। জমি বিভাগের সঙ্গে কথা বলে এই জমিটা প্রয়োজনে আমরা আইনতভাবে নিয়ে নেব।

মুখ্যমন্ত্রী আরও বলছেন, ‘উত্তরপাড়ায় আমি একটা ইন্ডাস্ট্রি হাব করতে চাই। আপনি জমি নিয়ে ফেলে রাখলে সেটা হবে কি করে? আমি বলব এখানেই একটা আইটিআই তৈরি কর। সবাইকে যে পিএইচডি পাস করতে হবে তার তো কোনো মানে নেই। অষ্টম শ্রেণী পাস কাজে লাগে। সারাদেশে যখন বেকার বাড়ছে, আমি গর্বের সাথে বলতে পারি বাংলায় কর্মসংস্থান বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। এক বছরে ১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন কে কেন্দ্র করে ১৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ হবে বাংলায়।”

মুখ্যমন্ত্রীর ভাষণে আজ উঠে আসে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় প্রসঙ্গ। তবে একটি বারের জন্যেও নির্দিষ্ট ভাবে নাম নিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আইনের হিসেবে যদি কেউ দোষী প্রমাণিত হন তাহলে তিনি শাস্তি পাবেন। একই সাথে তিনি সুর চড়িয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে। বাংলা থেকে ২১ কোটি টাকা উদ্ধার এবং সেই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘আজ এইভাবে এজেন্সির নাম করে অন্য দলের নাম খারাপ করে নিজেরা টাকা লুট করছে। কত কেস পড়ে আছে, সেগুলো আগে দেখো। বাংলাকে ভাঙতে গেলে সত্যিকারের সিংহ কে মারো। বাংলা তাতেও ভয় পাবে না। ব্রিটিশদের কত অত্যাচার ছিল আমি শুনেছি। কিন্তু এই রকম ছিল না।”