কলকাতা: গত শুক্রবার জানা গিয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর এবং অতিরিক্ত শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে যান। তবে শেষমেশ করোনাকে জয় করেছেন তিনি। গতকাল, মঙ্গলবার করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দিলীপ ঘোষ। তার অসুস্থতার খবরে কার্যত আবেগপ্রবণ হয়ে উঠেছিল বিজেপির রাজ্য নেতৃত্ব। আর এবার দিলীপ ঘোষের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সন্ধেয় দিলীপ ঘোষকে ফোন করে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান মমতা। তখন দিলীপ ঘোষ হাসপাতালে শয্যাতেই ছিলেন। একেবারে বড় দিদির মতো ভাই দিলীপকে ফোনে পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ডাক্তারের পরামর্শ মেনে চলুন। বাড়িতে বিশ্রাম নিন। কোনও অবহেলা করবেন না। সুস্থ হয়ে তারপর কাজে যোগ দেবেন।’ মুখ্যমন্ত্রীর পরামর্শে সম্মতিপ্রকাশ করে ধন্যবাদ জানান দিলীপ ঘোষ।
প্রসঙ্গত, করোনার রিপোর্ট নেগেটিভ আসার পর মঙ্গলবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় দিলীপ ঘোষকে। এদিন সকালে তাঁর অনুগামীরা বাইক মিছিল করে তাঁকে বাড়ি পৌঁছে দেন। তবে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও আগামী ১৪ দিন বিজেপির রাজ্য সভাপতি থাকবেন হোম কোয়ারেন্টাইনে।