Today Trending Newsনিউজরাজ্য

‘দিল্লির হিংসা পরিকল্পিত চক্রান্ত’, কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতার

Advertisement

দিল্লীর ঘটনাকে পরিকল্পিত গণহত্যা বলে দাবী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে “বাংলার গর্ব মমতা” নামের একটি কর্মসূচী উদ্বোধন করার সময় বক্তব্য রাখছিলেন তিনি। সেখানে বলেন, “আমার মনে হয়, দিল্লীর এই ঘটনা পুরোপুরি পরিকল্পিত গণহত্যা। এখনও পর্যন্ত মৃতদেহ পাওয়া যাচ্ছে। একেকটা নর্দমা খুললে আরো লাশ বেরোবে। এতগুলো মানুষ, এতগুলো পরিবারের সঙ্গে ঘটে যাওয়ার ঘটনা দেখে আমি ব্যথিত, শোকাহত।এই ঘটনার আমি ধিক্কার জানাই।”এরপর তিনি এক মিনিট নীরবতাও পালন করেন।

তীব্র আক্রমণ করে তিনি বলেন যে, “দিল্লীর পুলিশ যেখানে কেন্দ্রের অধীনে, এছাড়া আধা সেনা ও সেনা মোতায়েন আছে এরপরেও এত বড় হিংসার ঘটনা কিভাবে ঘটে? সময়মতো ব্যবস্থা না নিয়ে কেন চুপ করেছিলেন? অবিলম্বে দিল্লীবাসীর কাছে আপনাদের ক্ষমা চাওয়া উচিত। আমার মনে হয় এই ঘটনা পুরোপুরিভাবে স্টেট স্পনসর্ড। আসলে গুজরাট মডেল নিয়ে আসতে চাওয়া হচ্ছে দিল্লীতে।”

আরও পড়ুন : রেশন কার্ড দেখালেই শাড়ি কিনতে গেলে ছাড় পাবেন, রাজ্য সরকারের নতুন উদ্যোগ

শুধু তাই নয় এর সাথে সাথে আটের দশকের শিখ দাঙ্গার প্রসঙ্গ তুলে বলেন, “আমি একে গণহত্যা বলছি তার পেছনে কারণ আছে।পুলিশ দাঁড়িয়ে গোটা ঘটনা দেখেছে কোনো বাঁধা দেয়নি। তবে যে একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইলো।”

কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, “যতদিন না পর্যন্ত এই স্বৈরাচারী শাসকদল বিদায় নেবে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। তবে নম্র এবং বিনয়ী হয়ে লড়াই চালিয়ে যেতে হবে।”

Related Articles

Back to top button