কলকাতা: দীর্ঘ টাল বাহানার পর সব নিয়ম মেনেই গতকাল থেকে শুরু হয়েছে জয়েণ্ট এন্ট্রান্স পরীক্ষা। কলকাতার পরীক্ষা কেন্দ্র হিসেবে গতকাল সল্টলেক সেক্টর ফাইভের এক বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থার অফিসেই ফেলা হয়েছিলো পরীক্ষা। রাজ্যজুড়ে মোট ১৫টি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স।
চলতি মাসের ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষা। দেশব্যাপী সকাল ৯ টা থেকে বেলা বারোটা এবং দুপুর তিনটে থেকে সন্ধে ৬টা এই দুটি পর্যায়ে ভাগ ভাগ করে ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সোমবার হওয়া পরীক্ষায় রাজ্যের নথিভুক্ত পরীক্ষার্থীর মাত্র ২৫ শতাংশ পরীক্ষা দিয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
শুধুমাত্র এ রাজ্য থেকেই নয় অন্যান্য রাজ্য থেকেও প্রায় ৭৫ শতাংশ মতন পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারলো না। আজ নবান্নের এক সাংবাদিক বৈঠকে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যাঁরা পরীক্ষা দিতে পারলেন না, তাদের কথা একবার ভেবে দেখা উচিৎ কেন্দ্রের। বেশ কিছুদিন ধরেই এই পরীক্ষা পিছিয়ে দেওয়া নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সমস্যা চলে। এমনকি বিরোধীরাও এই পরীক্ষা পেছানোর দাবি তোলেন৷ কিন্তু সেসব না মেনেই নির্ধারিত দিনেই পরীক্ষা হবে বলে জানিয়ে দেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “যেভাবে বলা হয়েছিল, সেভাবেই আমরা সবরকম ব্যবস্থা করেছি৷ এত জেদ, অহং ভাব কেন? কেরিয়ার তৈরি করতে গিয়ে যদি জীবনটাই চলে যায়, আমরা কী ভুল বলেছিলাম? যাঁরা পরীক্ষা দিতে পারলেন না, তাঁদের জন্য আমার খুব দুঃখ হচ্ছে”।