সামনেই পুজো তার আগে পুজো নিয়ে সাবধানতা বজায় রাখার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বেড়েছে করোনা আতঙ্ক। বলা ভালো গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৮ লাখ ৬১ হাজার ৯৫ জনের।
এদিন পুজো উদ্বোধনে এসে নিজেই রাস্তায় গোল দাগ কেটে দুরত্ব বিধি বজায় রাখার ব্যবস্থা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই বেশ কয়েক্টির পুজোর উদ্বোধন হয়ে গেছে। দক্ষিন থেকে উত্তর কলকাতার বেশ কিছু পুজো উদ্বোধন করা হয়েছে। এমনকি পুজোর মাঝেই এবার রাজ্যের এক লক্ষ হকারকে ২০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
করোনা পরিস্থিতিতে রাজ্যের নিম্ন স্তরের মানুষদের মুখে হাসি ফোটাতেই তার এই নয়া উদ্যোগ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ছিলাম, আছি, থাকবো। মানুষের পাশে আছি ছিলাম, থাকবো”। করোনা পরিস্থিতিতে রাজ্যের বহু মানুষ কাজ কম্ম হারিয়েছেন। বিশেষত যারা হকার শ্রেনী তাদের একেবারেই কাজ নেই বললেই চলে ট্রেনে ট্রামে বাসে তেমন করে ভিড় করা সম্ভব নয়। অন্য দিকে আগের থেকে আম জনতার আনাগোনাও অনেক কমে গেছে।
এমনকি ক্লাব গুলিকে অনুদান দেওয়া নিয়ে আজ তার শুনানিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানান রাজ্য সরকার যে অনুদান দিয়েছে তা কেবলমাত্র পুলিশ ও জনগণের সমন্বয় ও মাস্ক-স্যানিটাইজার কেনার কাজে খরচ করতে হবে। কোনও পুজো কমিটি অনুদানের টাকা বিনোদনের জন্য খরচ করতে পারবে না। এমনকি এই টাকা খরচের সব হিসেব রাজ্য সরকারকে হলফনামা আকারেও জমা দিতে হবে।