পুলিশের চাকরির ক্ষেত্রে এবার বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর থেকে ৩০ বছর করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল পুলিশ দিবস এবং তার আগেই এই নজির করা সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘পুলিশ দিবস উপলক্ষে আমাকে স্মারকলিপি দিয়েছিলেন অনেকে। আমাদের সরকার উপরতলা ও নিচু তলার মধ্যে কোনরকম তারতম্য না দেখে সবার জন্য কাজ করে। আমরা কতগুলি সিদ্ধান্ত নিয়েছি। এই সমস্ত সিদ্ধান্ত জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।’
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বয়সের ঊর্ধ্বে সীমা যেটা ছিল যেটা ২৭ বছর সেটা আমরা বাড়িয়ে ৩০ বছর করে দিলাম। অনেকদিন ধরে বয়স বাড়ানো নিয়ে ওদের দাবি ছিল।” তার পাশাপাশি মমতা আরো বলেন, “চাকরি করাকালীন অবস্থায় কেউ মারা গেলে তাদের পরিবারের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তারা নিজেদের ক্যাটেগরি মত চাকরি পেতে পারবে। পুলিশ এবং সিভিক ভলেন্টিয়াররা প্রমোশনের জন্য ২৭ বছর পর্যন্ত আবেদন করতে পারতো এতদিন। এই বয়স সীমা বৃদ্ধি করা হলো।”
এই নতুন সিদ্ধান্তের আগে কলকাতা পুলিশ ড্রাইভার পেতো ১১,৫০০ এবং রাজ্য পুলিশ ড্রাইভার পেত ১৩,৫০০। তবে এবারে কলকাতা পুলিশ ১৩,৫০০ ড্রাইভার পাবে অন্যদিকে রাজ্য পুলিশ পাবে ১৫ হাজার করে ড্রাইভার। পাশাপাশি যারা চুক্তিভিত্তিক ড্রাইভারের কাজ করেন তারাও আগামী দিনে পরীক্ষায় বসলে কিছু সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained