অরূপ মাহাত: কৃষকদের বিভিন্ন প্রকল্প যাতে সরাসরি তাদের কাছে পৌঁছে যায় সে বিষয়ে আগেই উদ্যোগী হয়েছিলেন মূখ্যমন্ত্রী। মূলত মধ্যস্বত্বভোগীদের আটকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে গেলে কাটমানি আটকানো যাবে, এমনটাই মনে করেন তিনি। কিন্তু তাতেও সমস্যা থেকেই যায়। দেখা যায় অনেক কৃষকেরই ব্যাংক অ্যাকাউন্ট নেই। তাই সেই সমস্যা নিরসনেও এবার উদ্যোগী হলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়ার কথা ঘোষণা করলে বহু কৃষক অভিযোগ করেন যে, নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট না থাকা সরকারি প্রকল্পের টাকা পেতে অসুবিধায় পড়ছেন তারা। তারপরই সমস্যা সমাধানে এগিয়ে আসেন মূখ্যমন্ত্রী। হুগলি জেলার প্রশাসনিক সভা করতে গিয়ে গুড়াপে আজ তিনি বলেন, স্বাস্থ্য সাথী, কৃষক বন্ধু, শস্য বীমা যোজনার টাকা সমস্ত কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে। প্রয়োজনে একাধিক ক্যাম্প করতে হবে। যাঁদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, কো-অপারেটিভ ব্যাংকে তাঁদের অ্যাকাউন্ট খুলিয়ে প্রকল্পের টাকা পৌঁছে দিতে হবে।
মূখ্যমন্ত্রীর এমন সদর্থক পদক্ষেপকেও অবশ্য বিঁধতে ছাড়ছে না বিরোধীরা। তাদের বক্তব্য, সকলের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার কথা মূখ্যমন্ত্রীর এতদিন মনে ছিল না। আজ হেরে যাওয়ার ভয়ে প্রকল্পের টাকা পৌঁছে দেওয়ার কথা বলছেন।