Today Trending Newsনিউজরাজ্য

‘CAA, NRC, NPR-এর তথ্য সংগ্রহ করছে ব্যাংক ও ডাকঘর’, অভিযোগ মমতার

Advertisement

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সাধারণ মানুষকে ব্যাংক ও ডাকঘরগুলিতে তাদের তথ্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন যে, নাগরিকত্ব (সংশোধন) আইনকে কার্যকর করতে “কারসাজি” করে কেন্দ্র বিভিন্ন রাজ্যে তথ্য সংগ্রহ করতে ব্যাংক ও ডাকঘরগুলিকে ব্যবহার করছে। প্রস্তাবিত জাতীয় নাগরিক পঞ্জি এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধকের তথ্য এভাবেই সংগ্রহ করছে রাজ্য।

বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, এই ধরনের সমীক্ষা অবিলম্বে বন্ধ করা উচিত। তবে কোথায় এবং কখন এই ধরনের ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিশদে কিছু জানাননি তিনি।

আরও পড়ুন : আজ চালু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো, উদ্বোধন করবেন রেলমন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেছেন যে, রাজ্য সরকারের অনুমতি ছাড়াই তথ্য সংগ্রহের কাজ চালানো হচ্ছে। বিজেপির নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, ব্যাংক ও ডাকঘরগুলি এনআরসি ও এনপিআর পরিচালনার জন্য বাড়িঘর পরিদর্শন করছে ও তথ্য সংগ্রহ করছে। রাজ্য সরকারের সম্মতি ব্যতীত কোন ব্যাংক ও ডাকঘর এটি করতে পারে না বলে উল্লেখ করে, ওই সমস্ত লোকেদের কোনও তথ্য না দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। ‘এই ধরনের তথ্য সংগ্রহকে আমরা অনুমতি দেব না। আমাদের এটিকে দৃঢ় ভাবে রুখে দিতে হবে।’ রাজ্যের শীর্ষ কর্মকর্তাদের বলেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Back to top button