Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তৃতীয় বার ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

Updated :  Thursday, August 26, 2021 4:00 PM

গত লোকসভা নির্বাচনের তুলনায় এবারে বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে অত্যন্ত ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস। এবারে সেই উত্তরবঙ্গে আবারো সফর করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন। এবারে জিতে আসার পরে প্রথমবার উত্তরবঙ্গ সফরের দিকে রওনা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 6 আগস্ট উত্তরবঙ্গ সফরে যেতে চলেছেন বলে খবর।

3 দিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ কর্মসূচি সেরে নেবেন উত্তরবঙ্গে। একাধিক জায়গায় বৈঠক রয়েছে, পাশাপাশি একটা জনসভা হতে পারে বলেও অনেকে মতামত। বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক রয়েছে এবং তিনি দলের বৈঠকে থাকতে পারেন। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক হতে চলেছে। এই বৈঠক থেকে ভার্চুয়ালি উত্তরবঙ্গের জেলা প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনেকে আশা করছেন, যে কোন এলাকাতে গিয়ে সফর করতে পারেন তিনি। গত পয়লা ফেব্রুয়ারি উত্তরবঙ্গ সফরে গিয়ে ভোটর জন্য প্রচার করেছিলেন মুখ্যমন্ত্রী। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের তৃণমূল অত্যন্ত খারাপ ফল করে। এই কারণে এবারের নির্বাচনে উত্তরবঙ্গে জিতে আসাটাকে টার্গেট হিসেবে গ্রহণ করেছিল তৃণমূল কংগ্রেস। সেই টার্গেট পূরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে বেশ ভালো ফল করেছে। এই কারণেই জমি ফিরে পাওয়ার পর আবারও উত্তর বঙ্গের প্রশাসনিক সফর মমতার।

এবারের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের বহু জেলা থেকে ভালো পরিমাণ ভোট সংগ্রহ করতে পেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই হয়তো উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার জন্য নতুন কিছু ঘোষণা করতে পারেন তিনি। অন্যদিকে অনেকে মনে করছেন, উত্তরকন্যায় বৈঠকে উত্তরবঙ্গের সার্বিক উন্নতির জন্য আরো কিছু বাজেট ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।