নতুন বিল পাশ করলো মমতা বন্দ্যোপাধ্যায়, জানেন কিসের বিল?

মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর বিধানসভায় পাশ করেছে অনেক বিল। এবার গণপিটুনি নিয়ে যে বিল পাশ করল তা নিয়ে এখন বিতর্ক সারা রাজ্যজুড়ে। আজ, শুক্রবার…

মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর বিধানসভায় পাশ করেছে অনেক বিল। এবার গণপিটুনি নিয়ে যে বিল পাশ করল তা নিয়ে এখন বিতর্ক সারা রাজ্যজুড়ে। আজ, শুক্রবার রাজ্য সরকার গণপিটুনি রোধে বিল পাশ করেছে। এই ঘটনায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিল পাশ করেন বিধানসভায়। মৃত পরিবারের একজনকে সরকারি চাকরির কথা বলা হয়েছে। এই কাজের সঙ্গে যুক্ত ব্যাক্তিদের জন্য সাজা ঘোষণা করা হয়েছে। পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘ এই আইন প্রন্ণয়নের বিষয়ে বাংলাই দেশকে পথ দেখাবে।’