নিউজরাজ্য

“বাড়িতে বসে অনলাইনে গঙ্গাসাগর স্নান দেখুন”, সংক্রমণ ঠেকাতে রাজ্যবাসীকে আর্জি মমতার

৮ ও ৯ জানুয়ারির মমতার গঙ্গাসাগর মেলা কর্মসূচি বাতিল করা হল

Advertisement

করোনা ভাইরাস (corona virus) প্যানডেমিক পরিস্থিতিতে দেশের অবস্থা বেহাল ২০২০ সালের মার্চ মাস থেকে। এখন ভ্যাকসিন আশার আলো দেখালো এখনো সংক্রমণ হওয়ার ভয়টা কাটেনি। এমনই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা হবে নাকি সেই নিয়ে চলছিল প্রবল সংশয়। কিন্তু অবশেষে করোনা আবহে হচ্ছে গঙ্গাসাগর মেলা। কিন্তু আজ অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, এবার আর গঙ্গাসাগরে যাচ্ছেন না তিনি। সেই সাথে রাজ্যের মানুষকে এবার তিনি সাগরে না যাওয়ার অনুরোধ করেছেন। তিনি বলেছেন অনলাইনে বাড়িতে বসে সাগরে স্নান দেখুন। ভিড়ের মধ্যে গেলে সংক্রমণ হওয়ার প্রবণতা প্রবল হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। এই মেলা চলবে ১৬ জানুয়ারি অব্দি। ইতিমধ্যেই মেলার প্রস্তুতি তুঙ্গে। স্বাস্থ্যবিধি মেনে বানানো হচ্ছে মেলার পরিকাঠামো। মেলা চত্বরে তৈরি করা হয়েছে একটি হাসপাতাল। এছাড়াও দূরত্ব বজায় রাখা ও সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে একাধিক ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। তবে এরই মধ্যে গঙ্গাসাগরে যাওয়ার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার ৮ এবং ৯ জানুয়ারি গঙ্গাসাগরে গিয়ে সেখানে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখার কথা ছিল। পাশাপাশি নামখানায় তার প্রশাসনিক বৈঠক করার কথা ছিল। কিন্তু সমস্ত কর্মসূচি বাতিল করেছেন তিনি। তিনি বলেছেন, “ভিড় করা এখন একদমই কাম্য নয়। তাই অনলাইনে বাড়িতে বসে গঙ্গাসাগর স্নান দেখুন।”

অন্যদিকে, আবার গঙ্গাসাগর মেলা নিয়ে আগের দুর্গাপুজো ও কালীপুজোর মত মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। এই মর্মে মামলা করা হয়েছে যাতে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ সম্পূর্ণ কনটেইনমেন্ট জোন এ পরিণত করা হয়। এছাড়াও বাবুঘাটকেও কনটেইনমেন্ট জোনের অধীনে আনার আর্জি জানানো হয়েছে। অজয় দে নামক এক ব্যক্তি এই আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছে। এরপর মঙ্গলবার হবে মামলার শুনানি। কলকাতা হাইকোর্ট গঙ্গাসাগর মেলা সম্বন্ধে কি রায় দেয় সেটাই দেখার।

Related Articles

Back to top button