Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মহালয়ার পূন্য তিথিতে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই গাইলেন গান

কলকাতা: মহালয়ার পূন্য তিথির মাধ্যমে শুরু হয়ে গেলো মায়ের আগমনের দিন গোনার পর্ব। হাতে আর মাত্র তিরিশ দিন তার পরেই বাঙালির প্রিয় শারোদৎসব। আর এবার দেবীপক্ষের সূচনায় মহালয়ার পুণ্যতিথিতে নিজেই…

Avatar

কলকাতা: মহালয়ার পূন্য তিথির মাধ্যমে শুরু হয়ে গেলো মায়ের আগমনের দিন গোনার পর্ব। হাতে আর মাত্র তিরিশ দিন তার পরেই বাঙালির প্রিয় শারোদৎসব। আর এবার দেবীপক্ষের সূচনায় মহালয়ার পুণ্যতিথিতে নিজেই গান গাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও এর আগে বহুবারই তাকে গান এবং কবিতা লিখতে দেখা গিয়েছে। এবার করোনা আবহে প্রথম থেকেই দুর্গাপুজো নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিলো।

কিন্তু সেসব জল্পনার অবসান করে এদিন মুখ্যমন্ত্রী নিজেই গাইলেন জাগো তুমি জাগো মা দুর্গা”। বাঙালির আবেগ আর রক্তে মিশে আছে দুর্গা পুজোর স্বাদ। আর এবছর সব রকম সাবধানতা নিয়েই হতে চলেছে দুর্গাপুজো। আর তার আগেই মহালয়ায় এই প্রথম বার মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় দেবীর আবাহন ধ্বনিত হল৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গান ফেসবুকে নিজের পেজে শেয়ারও করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

About Author