বর্তমানে NRC নিয়ে উত্তাল রয়েছে সারা বাংলা তথা ভারতবর্ষ। উল্লেখ্য কিছুদিন আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি সম্পর্কিত কোনো প্রশ্নই তোলে নি। কিন্তু এবারে এনআরসি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।
সোমবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশ ডেকেছিল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। এই সভাতে বেসরকারিকরণের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে তিনি মোদীর এনআরসি প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেন, “আপনারা মনে সাহস আনুন আমি দুঃসাহসী হব। বাংলায় অনেকে এনআরসি আতঙ্কে আত্মহত্যা করছে।
ভয় পাওয়ার কিছু নেই আমি আছি।”তিনি জানিয়েছেন যে বিহারের মুখ্যমন্ত্রী জাতীয় নাগরিক পঞ্জীকে সায় দেয়নি। এবং বাংলার জনগনকে সাহসিকতা দেখানোর কথা বলে। এনআরসি এর বিরুদ্ধে কর্মসূচি নিয়ে জানান যে, আগামী ২৬ সেপ্টেম্বর কাশীপুর গানসেল ফ্যাক্টরি এবং ২৭ ও ২৮ যথাক্রমে ডালহৌসি ও শিয়ালদহ থেকে ফেয়ারলি প্লেস পর্যন্ত মিছিল করবে তৃণমূল।