হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আচমকা বুকে ব্যথা নিয়ে তিনি উল্লেখ হাসপাতালে ভর্তি হয়েছেন। সূত্র মারফত জানা গেছে তিনি সকালবেলা নিজের বাড়িতে জিম করার পর মাথা ঘুরে পড়ে যায়। তারপরই শুরু হয় তার বুকের ব্যথা। এমনকি শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তাই তাকে তড়িঘড়ি উডল্যান্ড হাসপাতালে (woodland hospital) ভর্তি করা হয়।
বর্তমানে জানা যাচ্ছে, তাকে উডল্যান্ড হাসপাতাল এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করে দিয়েছে। এখন অব্দি বুকে ব্যথা থাকলেও প্রাথমিক ধাক্কা সামলে নিয়েছেন দাদা। দাদার এখন আর কোনো বিপদ নেই বলেই জানিয়েছে চিকিৎসকরা। চিকিৎসকদের ভাষায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিনকোপ হয়েছে অর্থাৎ এই রোগে হঠাৎ করেই ব্ল্যাক আউট হয়ে যায় মানুষ। দাদার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তিনি জিম করার পর হঠাৎই ব্ল্যাক আউট হয়ে গিয়েছেন। তবে এই সিনকোপ ঠিক কি কারণে হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তা জানানো যাবে।
এরইমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহারাজের অসুস্থতা নিয়ে টুইট করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়ের মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ঘটনাটি শুনে খুবই দুঃখ পেলাম। ইতিমধ্যেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি প্রার্থনা করি যাতে সৌরভ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার প্রার্থনা ও শুভকামনা সবসময় তার এবং তার পরিবারের সঙ্গে আছে।”
Sad to hear that @SGanguly99 suffered a mild cardiac arrest and has been admitted to hospital.
Wishing him a speedy and full recovery. My thoughts and prayers are with him and his family!
— Mamata Banerjee (@MamataOfficial) January 2, 2021
ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি স্পেশালিস্ট সরোজ মন্ডল সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখার জন্য আসছেন। কিছুক্ষণের মধ্যেই দাদাকে এমার্জেন্সি থেকে ওয়ার্ডে স্থানান্তরিত করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর চিকিৎসকদের নজরদারিতে থাকবেন তিনি। এরইমধ্যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা হলে ঠিক কি কারনে এমন হলো তা জানা যাবে। অন্যদিকে মহারাজের পরিবার সূত্রে জানা গিয়েছে, আগে কোনদিন সৌরভ গঙ্গোপাধ্যায় এরাম ভাবে ব্ল্যাক আউট হয়ে যায়নি। গতকাল রাত থেকেই একটু অসুস্থ বোধ করছিলেন তিনি। সেই অসুস্থতা নিয়ে আজ জিম করতে যান তিনি। আর তাতেই হলে বিপত্তি।