নিউজরাজ্য

‘মাদার্স ডে’-তে শুভেচ্ছার সাথেই মায়েদের জন্য বিশেষ পরিষেবা ঘোষণা মুখ্যমন্ত্রীর

Advertisement

আজ মায়েদের দিন। আজ বিশ্বের সব মানুষই তাদের মায়েদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। ছোট থেকে বড়ো সবাই কিছু না কিছু উপহার দিচ্ছে ‘মা’ কে। সেই দলে রয়েছেন সেলিব্রিটিরাও। সোশ্যাল মিডিয়াতে শুধু মায়েদের সাথে সন্তানদের ছবি, সুন্দর সুন্দর ক্যাপশনে ভরে গেছে। এবার এই উৎসবে বেশ কিছু নতুন ভাবনা আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ মাদার্স ডে উপলক্ষ্যে তিনি টুইটে লেখেন,” আজ মাদার্স ডে। সব মায়েদের শুভেচ্ছাবার্তা। দ্য মাদার্স ওয়াক্স মিউজিয়াম এবং মা ফ্লাইওভার মায়েদের জন্য উৎসর্গ করা হল। আমরা আমাদের স্লোগান শুরু করি মা শব্দটি দিয়ে। সব মায়েদেরকে নিজের মায়ের মতো সম্মান করি। “

তিনি টুইটে আরো লেখেন যে সরকারের তরফে রাজ্যের সব মায়েদের ও তাদের সন্তানদের জন্য হাব তৈরী করা হয়েছে। এরসাথে মাতৃযান পরিষেবা চালু করা হয়েছে।স্বাস্থ্য সাথী স্মার্ট কার্ড তৈরী করা হচ্ছে। এছাড়া ৭৩১ দিনের জন্য মাতৃত্বকালীন ছুটিও মঞ্জুর করা হয়েছে সব সরকারি কর্মচারীদের জন্য। রাজ্যে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ‘মাতৃযান’ প্রকল্প শুরু করেন।

Related Articles

Back to top button