নচিকেতা চক্রবর্তী একটা সময় তৃণমূলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাকে বারকয়েক তৃণমূলের মিছিল এবং সভামঞ্চে দেখা গিয়েছিল। এবারে ২০২১ বিধানসভা নির্বাচনের আগেও পহেলা বৈশাখের দিন বাড়িতে একেবারে নিজের মতো করে দিন কাটাচ্ছেন নচিকেতা চক্রবর্তী। ভোটের সময় মমতা ব্যানার্জির হাত শক্ত করতে তিনি প্রচারে বেরিয়েছেন। বাড়িতে ঘরোয়া বাঙালি নিরামিষ খাবার খেয়ে পয়লা বৈশাখের দিনটা উপভোগ করছেন নচিকেতা।
বিকেলে পৌঁছালেন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। নচিকেতা বলছেন, আগে যেরকম হবে পহেলা বৈশাখ পালন করা হতো সেরকম আর হচ্ছে না। এখন যেন পহেলা বৈশাখ টা আরো ফিকে হয়ে গেছে। আর ভোটের জন্য এবারে আরো বোঝা যাচ্ছে না। তিনি বলছেন, “আমি আগেও বলেছি, আবারো বলছি, আমি ভোট ভিক্ষা করতে যাচ্ছি না, আমি মানুষকে সচেতন করতে যাচ্ছি। একজন শিল্পী হিসেবে আমার মানুষকে সচেতন করাটা লক্ষ্য। আজকাল মনে হচ্ছে বাংলার মানুষ কিছুই বোঝেন না। তাই তাদের একটু বোঝারও দরকার। কালকে হয়তো মনে হতে পারে আমি ভুল করেছি। কিন্তু এটা ঠিক যে আমার কোনো ধান্দাবাজি নেই। আমার নেতা হওয়ার কোনো লোভ নেই। মাঝেমধ্যে প্রচারে যাচ্ছি শুধুমাত্র সৎ লক্ষ্য থেকে। এটা শুধুমাত্র আমার জন্যে নয় আমার মানুষের জন্য।”
নচিকেতার এই বার্তা সোশ্যাল মিডিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, দিন কয়েক আগে নচিকেতা সুজিত বসুর হয়ে প্রচারে গিয়ে গান গেয়েছিলেন। এছাড়াও তাকে দেখা গিয়েছিল অদিতি মুন্সির সাথে প্রচারে। নচিকেতা চক্রবর্তী বলেছেন, তার অভিজ্ঞতা অত্যন্ত ভালো এবং এবারে বাংলায় নির্বাচনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ব্যাপারে তিনি অত্যন্ত কনফিডেন্ট। তার পাশাপাশি এই গরমের মধ্যে সমস্ত কোভিড নিয়ম বিধি মেনেই তিনি প্রচার করতে চাইছেন। তার পাশাপাশি সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন নচিকেতা চক্রবর্তী।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’