নিউজরাজ্য

বেনজিরভাবে রাজ্যের সব থানার আইসিদের বিজয়ার বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী

Advertisement

কলকাতা: পুজো শেষ হয়ে গিয়েছে। মা দুর্গা করোনা পরিস্থিতির মধ্যে মর্ত্যে এসে আবার কৈলাসে ফিরে গিয়েছেন। এই মুহূর্তে সকলের মধ্যে বিজয়ার শুভেচ্ছা বিনিময় পর্ব চলছে। আর বিজয়ার শুভেচ্ছা জানাতে পিছিয়ে নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যের সমস্ত থানার আইসিদের বেনজিরভাবে বিজয়ার শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনার বিরুদ্ধে দীর্ঘ আটমাস ধরে যেভাবে পুলিশকর্মীরা নিজেদের পরিবার ভুলে দায়িত্বে অবতীর্ণ হয়েছেন, তাকে কুর্নিশ জানাতেই মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছাবার্তা। জানা গিয়েছে, এই প্রথম রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী এভাবে সব থানার আইসিদের বিজয়ার শুভেচ্ছাবার্তার পত্র পাঠিয়েছেন।

বরাবরই বিজয়ায় সকলের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে সেই উপায় নেই। তাই পত্র পাঠিয়েই জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী। শুধু পুলিশকর্মী নয়, বিশিষ্টজন এবং বিরোধী দলের নেতা-নেত্রীদেরও তিনি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। এমনকি সকলের কাছে মিষ্টি পৌঁছে দিয়েছেন তিনি। বিজয়া দশমীর দিন রাজ্যবাসীর উদ্দেশ্য বিজয়ার শুভেচ্ছাবার্তা দিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী।

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে কাজে লাগিয়ে বিজেপি নিজেদের দল ভারি করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। আর এবার মুখ্যমন্ত্রীও শুভেচ্ছাবার্তা পাঠিয়ে জনসংযোগ বাড়ানোর মাধ্যমে একুশের ভোটের প্রাথমিক রণকৌশল তৈরি করে নিলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button