গতকাল, মঙ্গলবার কাশ্মীরের কুলগ্রামে শ্রমিকদের ক্যাম্পের উপর নির্বিচারে গুলি চালালে মৃত্যু হয় বাংলার পাঁচজন শ্রমিকের।বাংলার পাঁচজন শ্রমিকের মৃত্যুতে আজ টুইটারে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মৃতের পরিবারকে সাহায্যে হাত বাড়িয়ে দিলেন তিনি।
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর বেদনা এবং দুঃখে বলেন, “গতকাল কাশ্মীরের এক দুর্ভাগ্যজনক ঘটনায় পূর্ব নির্ধারিত পদ্ধতিতে বাংলার পাঁচ নিরীহ শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আমরা পুরোপুরি হতবাক। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের দ্বারা চালিত হত্যাকাণ্ডের নিন্দা জানাই।
“তিনি জানান যে বর্তমানে কাশ্মীরে কোন রাজনৈতিক কার্যক্রম নেই এবং পুরো আইন শৃঙ্খলা এখন ভারত সরকারের কাছে রয়েছে। আসল সত্যটি সামনে আনার জন্য তিনি একটি শক্ত তদন্তের দাবি করেন এবং সমস্ত কিছু বিশদে জানতে তিনি এডিজি শ্রী সঞ্জয় সিংকে দক্ষিণবঙ্গের তরফ থেকে প্রেরণ করেন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside