নিউজদেশরাজ্য

হাজার হাজার টাকা গুনতে হবে না পুরীর হোটেলে, বাঙালি পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা করছে মমতা সরকার

সারা দেশ থেকে সারাবছর লক্ষ লক্ষ দর্শনার্থী হাজির হন ওড়িশার এই নগরীতে

Advertisement

আসছে শীতের সিজন। আর এই সময়ে অনেকেই ঘুরতে যেতে ভালোবাসেন। কাজ থেকে ফুরসৎ পেলেই সকলে এখন পাহাড়ে বা সমুদ্রের ধারে ঘুরতে যেতে চাইছেন। অনেকে আবার করছেন বিদেশ টুর। আবার অনেকে ছোট হলিডে ডেস্টিনেশন হিসেবে বেছে নিচ্ছে কাছেপিঠে কোনো জায়গা। আমাদের বাংলার কাছে এই শীতের মরশুমে ঘুরতে যাওয়ার অন্যতম সেরা জায়গা হল উড়িশ্যার পুরী। সমুদ্র সৈকতের সঙ্গে এখানে ধর্মীয় স্থান হিসেবে রয়েছে জগন্নাথ দেবের মন্দির। সেই কারণেই সারা দেশ থেকে সারাবছর লক্ষ লক্ষ দর্শনার্থী হাজির হন ওড়িশার এই নগরীতে।

বাঙালিরা এই পুরী যেতে খুব পছন্দ করেন। এই কথা মাথায় রেখে বড় উদ্যোগ নিয়েছে বাংলার মমতা সরকার। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সাথে আলাপ আলোচনা করে পশ্চিমবঙ্গ সরকার এক বড় পদক্ষেপ নিতে চলেছে। এবার থেকে পুরীতে গিয়ে বাঙালিদের আর থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়তে হবে না। আসলে বাংলা সরকার পুরীতে তৈরি করছে বঙ্গনিবাস। এর জন্য মমতা সরকার প্রায় ৮৫ কোটি টাকা খরচ করবে।

জানা গিয়েছে আগামী ২ বছরের মধ্যে এই বঙ্গনিবাস প্রকল্পের কাজ শেষ হবে। এর জন্য প্রয়োজনীয় ২ এখর জমি ওড়িশা রাজ্য সরকারের তরফ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। এই বঙ্গনিবাসে ১০৩ টি রেসিডেন্সিয়াল ইউনিট থাকবে। আরো জানা গেছে, এই নিবাসের দক্ষিণ দিকে থাকবে ভিআইপিদের থাকার ব্যবস্থা। এছাড়াও এতে থাকবে কিচেন, প্যান্ট্রি, কনফারেন্স রুম, রেস্তোরাঁ ,ব্যাংকুয়েট এবং গাড়ি পার্কিং। হোটেলের তুলনায় অনেক কম টাকাতেই থাকা যাবে এই বঙ্গনিবাসে।

Related Articles

Back to top button