বাংলায় করোনা আক্রান্তে মৃত্যু নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র ও রাজ্যের পরিসংখ্যানের ফারাক নিয়ে বিরোধী শিবিরে যে সমালোচনা তৈরি হয়েছিলো এবার সেই বিষয়ে মুখ খুললেন তিনি। এছাড়া ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রক এবং আইসিএমআর এর প্রতিনিধিদের এই বিষয়ে তিনি যে সম্পূর্ণ ব্যাখ্যা করেছেন সেটিরও উল্লেখ করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেছেন, “অনেক ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আমি আজ প্রধানমন্ত্রীকেও বলেছি। ওদের কাছে ভিডিও আছে, দরকার হলে ক্রস চেক করে নিতে পারেন। ওষুধে বেশিরভাগ রোগীরাই সাড়া দিচ্ছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে রেকারিং প্রবলেম নিয়ে আসছেন অনেকে। তাদের হয়তো নিউমোনিয়া, ব্রঙ্কো নিউমোনিয়া বা অন্য কোনও কঠিন অসুখ রয়েছে। কারো আবার মৃত্যুর সময়ে অথবা মৃত্যুর পর করোনা পজিটিভ রিপোর্ট আসছে। আমরা সেগুলোকেও অডিট কমিটির কাছে পাঠাচ্ছি। সেই কমিটির রিপোর্ট দেওয়ার পরই আমরা মৃতের সংখ্যা বলছি। দুই-একটা নম্বর বাড়লে বা কমলে কিছুই যাবে আসবে না। কিন্তু আমরা তথ্য গোপন করছি না।”
এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে বলেন, “মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকটি দেখলাম। এরপর যা বুঝলাম তা হলো, এই অপপ্রচার এবং সবকিছুর জন্য তিনি বিজেপির আইটি সেলকেই দায়ী করছেন। ভাগ্যিস সংক্রমণ ছড়ানোর দায়ও তিনি বিজেপির উপর চাপাননি।”