‘পাকিস্তানের মতো কথা বলছেন মমতা’, মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপির

দেশ জুড়ে চলা নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিক্ষোভকারীদের কাছে তাঁর আর্জি 'এই আন্দোলন যেন থেমে না যায় সেদিকে লক্ষ্য রাখুন।' তিনি বলেন, 'স্বাধীনতার…

Avatar

দেশ জুড়ে চলা নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিক্ষোভকারীদের কাছে তাঁর আর্জি ‘এই আন্দোলন যেন থেমে না যায় সেদিকে লক্ষ্য রাখুন।’ তিনি বলেন, ‘স্বাধীনতার ৭৩ পর হঠাৎ আজ নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। বিজেপির কোন মাথামুন্ডু নেই, দেশে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। বিক্ষোভ থামিয়ে দিলে চলবে না।’

এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মুখ খোলেন বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দেশের সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন মুখ্যমন্ত্রী’ বলে আখ্যায়িত করেন তিনি। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে থেকে পাকিস্তানের ভাষায় কথা বলছেন।’

আর পড়ুন : বিক্ষোভকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারি সম্পত্তির ক্ষতিপূরণ করা হবে, কড়া বার্তা যোগী আদিত্যনাথের

তিনি দেশ জুড়ে এই হিংসাত্মক আন্দোলনে উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ বিজেপির। পশ্চিমবঙ্গে চরম হিংসাত্মক আন্দোলনে সরকারি সম্পত্তি ধ্বংস করার পেছনে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

About Author