Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাঁকুড়া সফরের আগে মমতা মোদির বৈঠক, কি হতে চলেছে এই বৈঠকের মূল বিষয়, জল্পনা রাজনৈতিক মহলে

Updated :  Sunday, November 22, 2020 4:20 PM

গোটা দেশের রাজনৈতিক ফোকাস বর্তমানে পশ্চিমবঙ্গের উপরে ঘোরাফেরা করছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ২০২১ এর লড়াই শুধুমাত্র ভোট ব্যাংকের না, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদি এই ভোটে পরস্পর পরস্পরের সরাসরি মুখোমুখি হবেন। ঠিক এরকম একটি পরিস্থিতিতে এবারে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হতে চলেছে। জানা যাচ্ছে, ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে এই বৈঠক হতে চলেছে। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এ বৈঠকে যোগ দেবেন অন্যদিকে দিল্লি থেকে যুক্ত হবেন নরেন্দ্র মোদি।

এই বৈঠকে মূলত করোনা ভ্যাকসিন নিয়ে আলোচনা করা হবে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে করণা ভ্যাকসিনের বন্টন নিয়ে দীর্ঘ আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। তবে এই বৈঠকের ফলে কিছুটা পরিবর্তিত হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া সফর এর নির্ঘণ্ট। জানা যাচ্ছে, ২৫ নভেম্বর থেকে ভোট প্রচারে নামছে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইদিন বাঁকুড়া সফর থেকে তিনি তৃণমূলের ভোট প্রচার শুরু করতে চলেছেন।

বাঁকুড়া সফর নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ ক্রমাগত ঊর্ধ্বমুখী। দুই দলের রাজনৈতিক তরজা বর্তমানে চরমে পৌঁছেছে। বাঁকুড়াতে এই সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়ার কথা। তার আগেই, মোদি এবং মমতার এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ.