Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আরও একবার রাজ্যপালের বৈঠকে ‘না’ মমতার

Updated :  Friday, January 17, 2020 2:56 PM

শুক্রবার রাজভবনে রাজ্যপালের ডাকা বৈঠক বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনি রাজ্যপালের ডাকা বৈঠক বাতিল করেছেন। ১৩ ই জানুয়ারী মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে রাজ্যপাল টুইট করেন, “আগামী ১৭ জানুয়ারি রাজভবনে দুপুর ২ টোয় বিধানসভার সব দলকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছি।

পশ্চিমবঙ্গে গণপিটুনি প্রতিরোধ বিল ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিশন এসসি-এসটি বিল নিয়ে জানার জন্য এই বৈঠক। একদিকে যেমন বিল দু’টি নিয়ে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। আবার অন্যদিকে, বিধানসভা ও রাজ্য সরকারের তরফে অসমর্থনযোগ্য তথ্য জনসমক্ষে দেওয়া হচ্ছে। তাই বৈঠকে ডাকা হল বিধায়কদের।” এই বৈঠকে অন্যান্য বাম এবং কংগ্রেস নেতারা সম্মতি জানালেও মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সাফ না করে দেওয়া হয়। একটি বিবৃতিতে তিনি বলেন ওদিন অন্য কর্মসূচি রয়েছে তার।

আরও পড়ুন : NPR সংক্রান্ত কেন্দ্র-রাজ্য বৈঠক, থাকছে না বাংলার প্রতিনিধি

অন্যদিকে এই আমন্ত্রণে আবদুল মান্নান, সুজন চক্রবর্তী এবং দিলীপ ঘোষের মতো অন্যান্য নেতারা সমর্থন জানিয়ে বলেন এই বৈঠকে তাদের কোনো আপত্তি নেই। তারা একটি সাংবাদিক বৈঠকে তাদের মতপ্রকাশ করেন। যদিও তৃণমূল থেকে সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি, তবে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী এতে যোগ দিতে পারবেন না।