Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মমতার উত্তরে উচ্ছ্বসিত রাজ্যপাল, তবে কি কাটল রাজ্য-রাজ্যপাল সংঘর্ষ?

Updated :  Sunday, December 29, 2019 2:13 PM

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল জগদীপ ধনকড় এর মধ্যে রাজনৈতিক সম্পর্ক তেমন ভালো চলছিলো না।মতের অমিল বা কোনো বিষয়ে সংঘাত ক্রমশ বেড়েই চলছিলো। এই পরিস্থিতিতে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন।মুখ্যমন্ত্রীর তরফ থেকে সেই চিঠির উত্তর পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত রাজ্যপাল। তিনি একটি টুইটে বলেন, ‘‘গণতন্ত্রে এটাই প্রয়োজনীয়।’’

প্রসঙ্গত, শিক্ষা প্রতিষ্ঠান গুলি নিয়ে আলোচনায় বসার জন্য রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে গত ২৫ শে ডিসেম্বর একটি চিঠি লিখেছিলেন।এর ২৪ ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি সেই সেটি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করবেন।

আরও পড়ুন : ‘এনডিএ সরকার হল এবছরের সেরা জোকার’ : অধীর রঞ্জন চৌধুরী

চিঠির উত্তর পাওয়ার পর ধনকড় টুইট করে বলেন, “শিক্ষাক্ষেত্রে উন্নতি করার প্রচেষ্টা হয়তো সফল হবে।মুখ্যমন্ত্রীকে লেখা চিঠির উত্তর পেয়েছি ২৬ ডিসেম্বর।নির্দিষ্ট দফতরের মন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে আলোচনা হবে। আমি এটাই আশা করেছিলাম।গণতন্ত্রে একসঙ্গে এগিয়ে চলাটাই প্রয়োজনীয় ।”

এর আগে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে একে ওপরের বিরুদ্ধে নাম না নিয়ে আক্রমণ লক্ষ্য করা গেছে।তবে রাজ্যপালের এই চিঠি তাদের সম্পর্কে ওপর ভালো প্রভাব ফেলবে বলেই আশা করা যাচ্ছে।