ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট পদে সৌরভকেই বেছে নিয়েছেন রাজ্য সংস্থার প্রতিনিধিরা। মুম্বইয়ে এক বেসরকারি সভায় প্রেসিডেন্ট পদে চূড়ান্ত হয়েছিল বঙ্গসন্তানের নাম। তার পর থেকেই যত জল্পনা।
সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট নিযুক্ত হবার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়ান। একাধিক রাজনৈতিক নেতা শুভেচ্ছা পাঠাচ্ছে তাকে।
দিলীপ ঘোষ তাকে বিজেপিতে স্বাগত জানিয়েছে, মুকুল রায় ফুল-মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা পাঠিয়েছেন। এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ‘ঘরের ছেলে’ বলে সম্বোধন করলেন। মুখ্যমন্ত্রী সৌরভকে শুভেচ্ছা জানিয়েছেন। এরপর তিনি বলেছেন, ‘সৌরভ আমাদের ঘরের ছেলে। ওর সাথে আমার এসএমএস এ কথা হয়েছে। ও আসুক তারপর আবার কথা হবে।’
আর এখান থেকেই শুরু হয়েছে রাজনৈতিক জটিলতা। মমতার এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক তথা ক্রিকেট মহলে।
তাহলে কি সৌরভ তৃণমূলে যোগ দিচ্ছেন? কিন্তু এর সুন্দর জবাব দিয়েছে সৌরভ গাঙ্গুলি। তিনি একটি সংবাদমাধ্যমে বলেন, সব দলই চায় ভাল লোককে নিতে। কিন্তু তার ওপর রাজনৈতিক কোনো চাপ নেই। কিন্তু তিনি কোন দলে যোগ দেবেন? আদেও কি তিনি রাজনীতিতে আসবেন? তা দেখতে হলে করতে হবে সময়ের অপেক্ষা।