মহিলা ও শিশুদের জন্য বরাবরেই নতুন কিছু উদ্যোগ নেয় মমতা ব্যানার্জি। এবারেও তার অন্যথা ঘটলো না। জানা গিয়েছে, বাংলার গ্ৰাম পঞ্চায়েতের পরিকাঠামোর উদ্যোগে ১২০০ কোটি টাকা দেবে বিশ্ব ব্যাংক। কিন্তু সেই টাকা ধাপে ধাপে দেবে তারা। ইতিমধ্যেই রাজ্যকে তারা ১৬৩ কোটি টাকা দিয়েছে। এই বিপুল পরিমাণ টাকা দিয়ে মুখ্যমন্ত্রী প্রত্যেকেটি গ্ৰামে পানীয় জলের ব্যবস্থা ও মহিলাদের জন্য শৌচাগার নির্মাণ করার কথা বলেছেন। এছাড়াও বিশ্ব ব্যাংকের ওই ১৬৩ কোটি টাকার সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে ১৫৩ কোটি টাকা দিয়ে এই কাজ করা হবে।