ম্যাঙ্গালোরে CAA প্রতিবাদে নিহত পরিবারদের ৫ লক্ষ টাকা চেক তুলে দিল মমতার সরকার
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সারাদেশ জুড়ে চলেছে প্রতিবাদ বিক্ষোভ।প্রান হারিয়েছেন বেশ কিছু মানুষ। এবার সেই নিহত হওয়া দুই পরিবারকে ৫ লক্ষ টাকার চেক তুলে দিলো তৃণমূল সরকার। ১৯ সে ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইন এবং NRC এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান ৪৯ বছরের জালিল কুদ্রোলি এবং ২৩ বছরের নওশীন বেনগ্রে।তারা কর্নাটকের ম্যাঙ্গালোরে মারা যান।
আরও পড়ুন : নোটবন্দির মতোই সাধারণ মানুষের উপর বিপর্যয় নেমে আসবে NPR ও NRP-তে, মত রাহুলের
তাদের পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দীনেশ ত্রিবেদী ৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছে বলে জানা গেছে। প্রতক্ষদর্শীদের একাংশের দাবী পুলিশ শান্তিপূর্ণ মিছিলেও গুলি চালিয়েছে। মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন ভিডিওতেও দেখা গেছে পুলিশের নির্বিকার গুলি চালানো। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করে বলে যে, পুলিশের ওপর আক্রমণ হলে তারা গুলি চালায়। পুলিশ কমিশনার পিএস হর্শা এই ঘটনাকে ‘শক্তির বৈধ ব্যবহার’ বলে জানিয়েছেন।