মমতার পরিচয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন নিজেই! জেনে নিন কি সেই তথ্য

গতকাল, শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এনআরসি নিয়ে বিরাট বার্তা দিলেন রাজ্যবাসীকে। তিনি বলেছেন, ‘বিজেপি এনআরসি নিয়ে অপপ্রচার করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরা্ট্রমন্ত্রী অমিত শাহ এর…

Avatar

গতকাল, শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এনআরসি নিয়ে বিরাট বার্তা দিলেন রাজ্যবাসীকে। তিনি বলেছেন, ‘বিজেপি এনআরসি নিয়ে অপপ্রচার করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরা্ট্রমন্ত্রী অমিত শাহ এর সাথে এনআরসি নিয়ে কথা হয়েছে কিন্তু বাংলায় এনআরসি নিয়ে কোনো কথা হয়নি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহকে প্রথম সাক্ষাতে সেদিন কথাই তিনি বলেছেন বলে বৈঠক শেষে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া তিনি বলেন, বাংলায় এনআরসি হবে না মানে হবেনা। আমার কাছে আমার বাবার তথ্য নেই। তাহলে কি আমাকে দেশছাড়া করা হবে? সবাইকে বলবো প্ররোচনায় কেউ কান দেবেন না। শুধু ভোটার লিস্টে নাম আছে কিনা দেখে নেবেন সবাই।’