নিউজরাজ্য

আমি যা বলেছি তা জনতার সামনেই, জনগণই বিচার করবে কে ঠিক আর কে ভুল? মোদীকে পাল্টা মমতার

Advertisement

নাগরিকত্ব সংশোধনী আইন পাস হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগে চলেছেন ক্রমাগত। এই পরিস্থিতিতে রবিবার আসন্ন দিল্লি বিধানসভার ভোট প্রচারে এসে দিল্লির রামলীলা ময়দান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাগরিকত্ব বিল নিয়ে প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের পরেই তাকে পাল্টা জবাব দিলেন তৃণমূল সুপ্রিমো।

দিল্লির রামলীলা ময়দান থেকে এদিন প্রধানমন্ত্রী নাগরিকত্ব বিল নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীকে টার্গেট করেন। প্রধানমন্ত্রী বলেন, ”দিদি আপনি কেনো এত ভয় পাচ্ছেন? সংসদে দাঁড়িয়ে তো আপনিই বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকানোর জন্যে লড়াই করেছিলেন কয়েক বছর আগেই।’ কয়েকদিন আগেই নাগরিকত্ব আইনের ব্যাপারে মুখ্যমন্ত্রী রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপ দাবি করেছিলেন। আজ সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দিদি আপনি কলকাতা থেকে সোজা রাষ্ট্রসঙ্ঘে পৌঁছে গেলেন। আপনার কি পশ্চিমবঙ্গ বাসীর উপর থেকে ভরসা উঠে গেছে?’

আরও পড়ুন : ‘মোদির বিরোধিতা করুন, মোদির মূর্তি পোড়ান, কিন্তু দেশের সম্পত্তি জ্বালবেন না’, রামলীলা থেকে প্রধানমন্ত্রী

এর কিছুক্ষণ পরই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন। টুইটে তিনি লেখেন, “আমি যা বলেছি তা জনতার সামনেই বলেছি। এনআরসি নিয়ে দেশের প্রধানমন্ত্রী, দেশের অর্থমন্ত্রীর উল্টোসুরে কথা বলছেন। জনগণই বিচার করবে কে ঠিক আর কে ভুল।” টুইটারে তিনি  #IRejectCAA ও #IRejectNRC হ্যাশট্যাগও ব্যবহার করেছেন। নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে তিনি যে পিছু হটবেন না তা আরও একবার বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Back to top button