শ্রেয়া চ্যাটার্জি – বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে নিজের প্রতিভাকে প্রকাশ করা এবং তা গোটা বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়া, এমন কিছু কষ্টকর ব্যাপার নয়। আর আপনার মাঝে যদি প্রতিভা থাকে তা বিশ্বদরবারে গ্রহণযোগ্য হবেই হবে। কোয়ারেন্টিন সেন্টার, এখন এই কথাগুলো শুনলেই বুকের মধ্যে কি রকম একটা ধুকপুকানি ভাব চলে আসে। করোনা ভাইরাস এর দৌলতে আমাদের নিজস্ব জানার ডিকশনারিতে অনেকগুলি শব্দ যোগ হয়েছে। যেমন ধরুন লকডাউন, কোয়ারেন্টাইন এইসব।
তবে বিহারের এই কোয়ারেন্টাইন সেন্টারে মানুষকে একটু আনন্দ দিতে একজন ব্যক্তি নেচে ফেলেছেন ‘এক চাতুর নার’। এই কোয়ারেন্টাইন সেন্টারটি কাটিহারে। ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘পড়োশন’ সিনেমার খুব বিখ্যাত একটি গান ‘এক চাতুর নার’। কিশোর কুমার এবং মান্নাদের অনবদ্য গানের গলা এবং অভিনয় কিশোরকুমার ও সুনীল দত্ত এবং সায়রা বানুর একেবারে জমে গিয়েছিল।
কিন্তু বিহারের কোয়ারেন্টাইন সেন্টারে এই ভদ্রলোকের নাচ টিও কিন্তু সোশ্যাল মিডিয়া যথেষ্ট ঝড় তুলেছে। নাচের উনি প্রশিক্ষিত কিনা, তা জানা নেই। তবে যে কোনো প্রশিক্ষিত নৃত্যশিল্পী থেকে তিনি যে কোন অংশে কম নাচচ্ছেন না তা ভিডিওটি প্রমাণ করে। তাকে স্যালুট জানাতে হয়। ধুতি, গেঞ্জি এবং টিকিধারী এই মানুষটির নাচ সত্যি সত্যিই সিনেমার এই গানের অংশটিকে মনে করিয়ে দিচ্ছে।