দিল্লীর শাহীন বাগে মানুষের ভিড়কে লক্ষ্য করে গুলি, গ্রেফতার অভিযুক্ত
শাহীনবাগের কাছে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গুলি করেছিল এক কিশোর, এই ঘটনার একদিন পর শনিবার বিকেলে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করার জায়গায় আরও এক ব্যক্তি গুলি চালিয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে।
শাহীনবাগ প্রতিবাদ স্থানে মঞ্চ থেকে প্রায় ৫০ মিটার দূরে পুলিশ ব্যারিকেডের কাছে এই গুলি চালানো হয়। এরপর তাকে সরিতা বিহার থানায় নিয়ে যাওয়া হয়। দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার দেবাশ শ্রীবাস্তব বলেন “কেউ আহত হয়নি। অপরাধীকে আটক করা হয়েছে। সে শূন্যে গুলি ছুঁড়েছিল।”
আন্দোলনকারী আসিফ মুজতবা বলেছেন, “ভারতে পুলিশের উপস্থিতির মধ্যে একজন জামিয়ায় গুলি চালিয়ে যাওয়ার একদিন পরেই এ ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে আমরা কীভাবে আমাদের সুরক্ষার জন্য পুলিশকে বিশ্বাস করতে পারি?”
আরও পড়ুন : CAA বিরোধী বিক্ষোভ: শাহীনবাগ প্রতিবাদকারীদের সাথে আলোচনায় বসতে রাজি সরকার
জামিয়া মিলিয়া ইসলামিয়ার বাইরের শিক্ষার্থীদের ভিড়ে গুলি চালানো কিশোর শ্যুটারকে নিরস্ত্রীকরণ করতে দীর্ঘ সময় দেওয়ার জন্য শুক্রবার দিল্লী পুলিশ জনতার রোষে পড়ে।ওই নাবালক পুলিশকে বলেছিল যে সে শাহীনবাগের বিক্ষোভের জায়গায় যাবে, কিন্তু একটি অটোরিকশাচালক তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেলে দেয়।
গ্রেটার নয়ডার সেই কিশোরকে শুক্রবার জুভেনাইল জাস্টিস বোর্ড ২৮ দিনের প্রতিরক্ষামূলক হেফাজতে প্রেরণ করেছে। পুলিশ জানিয়েছে, পরের মাসে তার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার কথা তবু এই নাবালক প্রায় ২৪ ঘন্টা তাদের হেফাজতে থাকাকালীন কোনও অনুশোচনা দেখায়নি।