ব্রেকিং নিউজ: করোনা আক্রান্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ
মনমোহন সিং এইমস হাসপাতালে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন
চলতি বছরের শুরুতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও এপ্রিল মাসের শুরু থেকে লাগামছাড়া হয়ে উঠেছে সংক্রমণ। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউতে মুখ থুবড়ে পড়েছে ভারত। সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘন্টায় দেশজুড়ে দৈনিক সংক্রমণ হয়েছে ২ লাখ ৭৩ হাজার জনের। এছাড়াও হঠাৎ করে করোনা অ্যাকটিভ কেস বৃদ্ধি পাওয়ায় রাজ্যগুলিতে সরকারি বা বেসরকারি কোন হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। অন্যদিকে প্রত্যেকটি রাজ্যে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হচ্ছে না। রীতিমতো ভয়াবহ হয়ে উঠেছে চলতি বছরের গগনচুম্বী করোনার সংক্রমণ পরিসংখ্যান।
এরইমধ্যে জানা গিয়েছে করোনা আক্রান্ত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি এই মুহূর্তে এইমস হাসপাতালে ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কথা জানতে পেরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন। টুইট করে তিনি লিখেছেন, “আমি সবেমাত্র খবর পেলাম যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ করোনা পজিটিভ হয়েছেন। স্যার আপনার দ্রুত আরোগ্য কামনা করি।”
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ মোদিকে চিঠি লিখে ভারতের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পাঁচ দফা পরামর্শ দিয়েছিলেন। তিনি পরামর্শ চিঠিতে নরেন্দ্র মোদিকে টিকাকরণের বেশি জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “সরকার যত ভ্যাকসিনের ডোজ মজুত রাখবে তার ১০ শতাংশ দিতে হবে জরুরীভিত্তিতে যে সমস্ত রাজ্যের প্রয়োজন। এছাড়া প্রথম সারির যোদ্ধা হিসেবে স্কুল শিক্ষক ও ট্যাক্সিচালকদের অন্তর্ভুক্ত করতে হবে।সরকার যদি বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন নিতে চায় তাহলে এখন থেকেই ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলোকে বরাত দিয়ে হবে যাতে তারা শীঘ্রই ভ্যাকসিন প্রস্তুতির কাজ চালু করে দেয়।”