Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Loca Train Cancelled: ঘূর্ণিঝড়ের জন্য বহু লোকাল ট্রেন বাতিল পূর্ব রেলের, কোনগুলি চলবে না? দেখুন তালিকা

Updated :  Sunday, May 26, 2024 10:45 AM

ধেয়ে আসছে ঘূর্ণি ঝড় । ভোটের আবহের মধ্যে ঝড়ের আশঙ্কা সাধারণ মানুষের মধ্যে। বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা ইতিমধ্যে দেওয়া হয়েছে পূর্বাভাস। প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ঘূর্ণিঝড় Remal সবার আগে আঘাত হানতে পারে সুন্দরবনে।

তারপরে সেটা অগ্রসর হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার দিকে। ঝড়ের পাশাপাশি প্রবল বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। প্রাকৃতিক দুর্যোগের আশাঙ্কায় ব্যাহত হতে পারে সাধারণ যাত্রী পরিষেবা। প্রভাব পড়তে চলেছে রেল ব্যবস্থা। বাংলার সাগর লাগোয়া রাজ্যগুলো ছাড়াও ভালরকম প্রভাব পড়তে পারে কলকাতা-হাওড়াতেও।

যার ফলে রেল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হতে চলেছে। বাতিল বহু লোকাল ট্রেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, রবিবার হাওড়া-ব্যান্ডেল লাইনে বাতিল করা হয়েছে-

আপ ৩৭২১১: ভোর ৪ টে ৪৭ মিনিট।

আপ ৩৭২১৩: ভোর ৫ টা ১৪ মিনিট।

আপ ৩৭২১৫: সকাল ৬ টা ২৬ মিনিট।

আপ ৩৭২২১: সকাল ৮ টা ২০ মিনিট।

আপ ৩৭২২৯: সকাল ৯ টা ৫০ মিনিট।

আপ ৩৭২৩৫: সকাল ১০ টা ৪৫ মিনিট।

আপ ৩৭২৩৯: সকাল ১১ টা ১৫ মিনিট।

আপ ৩৭২৪১: বেলা ১২ টা।

আপ ৩৭২৪৭: দুপুর ১ টা ১৫ মিনিট।

ডাউন ৩৭২১২: রাত ৩ টে ৭ মিনিট।

ডাউন ৩৭২১৪: রাত ৩ টে ৫০ মিনিট।

ডাউন ৩৭২১৮: ভোর ৫ টা ১০ মিনিট।

ডাউন ৩৭২২২: সকাল ৬ টা ৩০ মিনিট।

ডাউন ৩৭২২৬: সকাল ৭ টা ১৫ মিনিট।

ডাউন ৩৭২২৮: সকাল ৮ টা ৫ মিনিট।

ডাউন ৩৭২৩২: সকাল ৮ টা ৫২ মিনিট।

ডাউন ৩৭২৩৬: সকাল ৯ টা ৪৬ মিনিট।

ডাউন ৩৭২৪০: সকাল ১০ টা ৪৫ মিনিট।

Local train cancel

রবিবার হাওড়া-সিঙ্গুর লাইনে বাতিল-

আপ ৩৭৩০৩: ভোর ৫ টা ৩২ মিনিট।

ডাউন ৩৭৩০৪: সকাল ৮ টা ১২ মিনিট।