Local Train: ৮ দিনের বিরাট বদল, হাওড়া ডিভিশনে ট্রেনের টাইম টেবিল বদলাচ্ছে, জেনে নিন সময়সূচি

ফের একবার দুর্ভোগের শিকার হতে চলেছেন সাধারণ রেলযাত্রীরা। কারণ আবারও একবার পূর্ব রেল এমন এক সিদ্ধান্ত নিয়েছে যারপরে নিত্য রেল যাত্রীদের মাথায় চিন্তার বাজ ভেঙে পরতে পারে। পূর্ব রেলের তরফে…

Avatar

ফের একবার দুর্ভোগের শিকার হতে চলেছেন সাধারণ রেলযাত্রীরা। কারণ আবারও একবার পূর্ব রেল এমন এক সিদ্ধান্ত নিয়েছে যারপরে নিত্য রেল যাত্রীদের মাথায় চিন্তার বাজ ভেঙে পরতে পারে। পূর্ব রেলের তরফে সময়ে সময়ে নানারকম রক্ষণাবেক্ষনের কাজের কারণে কখনও ট্রেন বাতিল তো কখনও ট্রেনের রুট পরিবর্তন তো আবার কখনও কখনও ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়। তবে পূর্ব রেল এবারে যা সিদ্ধান্ত নিল তা জানার পর সকলেই চমকে গিয়েছেন।

চরম ভোগান্তি পোহাতে হয় নিত্য রেল যাত্রীদের

কয়েকদিন আগেই শিয়ালদহ রেল স্টেশনে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ করা হয়। যে কারণে টানা বেশ কয়েকদিন একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়ে ফেলে রেল। এর জেরে চরম ভোগান্তি পোহাতে হয় নিত্য রেল যাত্রীদের। এবার পূর্ব রেল জানালো ট্রাফিক ব্লক হতে চলেছে হাওড়া ডিভিশনে। আর যে কারণে বহু ট্রেনকে নিয়ন্ত্রিত করা হবে। রেল সূত্রে জানা যাচ্ছে, মূলত ট্যাম্পিং মেশিনের কাজের জন্য, ২ জুলাই থেকে টানা ১০ জুলাই অর্থাৎ ৮ দিন কাজ চলবে। নিয়ন্ত্রণ করা হবে ট্রেনগুলিকে। যদিও ৫ জুলাই এই বিষয়ে ছাড় দেওয়া হয়েছে।

ট্র্যাফিক ব্লক থাকবে

পূর্ব রেল জানিয়েছে, হাওড়া ডিভিশনের কাটোয়া এবং টেনিয়া স্টেশনগুলির মধ্যে আপ এবং ডাউন মেইন লাইনে ২৪০ মিনিটের ট্র্যাফিক ব্লক থাকবে। যে কারণে কাটোয়া-টেনিয়া মধ্যবর্তী বেশ কিছু ট্রেনকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। এই মর্মে বিজ্ঞপ্তি অবধি জারি করেছে পূর্ব রেল। বাতিল করে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেন।

many local train interruption in howrah

ট্রাফিক ব্লকের জন্য আগামী ৩, ৪, ৬, ৭, ৮, ৯, ১০ জুলাই আজিমগঞ্জ থেকে ট্রেন নম্বর 03062, 03096 , 03090, 03076 এবং কাটোয়া থেকে ট্রেন নম্বর 03089, 03061, 03095, 03099, 03075 বাতিল থাকবে। এরই সঙ্গে ৭, ৮, ৯, ১০ জুলাই আহমদপুর থেকে ট্রেন নম্বর 03100, 03083, ৩.৫০মিনিটের পরিবর্তে ৫.২০টায় ছাড়বে।

পূর্ব রেল জানাচ্ছে, আগামী ৭,৮,৯,১০ জুলাই ট্রেন নম্বর 03059 কাটোয়া-নিমতিতা স্পেশাল গঙ্গাটিকুড়িতে (০১.২০) এবং ট্রেন নম্বর 13178 জঙ্গিপুর রোড-শিয়ালদহ মেমু এক্সপ্রেস কাটোয়াতে (০৪.৩০) আসার পরে ব্লকের কাজ শুরু করবে রেল। ব্লকের পর প্রথম ট্রেন ট্রেন নম্বর 03083 কাটোয়া-আজিমগঞ্জ স্পেশাল আপ লাইনে এবং ট্রেন নম্বর 13422 মালদা শহর-নবদ্বীপ ধাম এক্সপ্রেস ডাউন লাইনে চলাচল করবে।