Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৬২ বছর বয়সে সঞ্জয় দত্ত এমন কাজ করলেন যে নিজেকে আটকাতে পারলেন না স্ত্রী মান্যতা, বললেন এই কথা

Updated :  Tuesday, March 29, 2022 10:30 AM

বলিউড ইন্ডাস্ট্রিতে ‘ব্যাড বয়’ তকমা যদি কেও পেয়ে থাকেন, তাহলে তিনি হলেন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। তবে শত বিতর্ক মাঝেও, শুধুমাত্র অভিনয় দক্ষতার দমে লাখ লাখ ফ্যান রয়েছে এই অভিনেতার। তাই তো যখন সঞ্জয় দত্ত ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, তখন চোখে জল চলে এসেছিল অনেকের। আবার তিনি চর্চায় আসেন তাঁর ব্যক্তিগত জীবনের জন্য। আশির দশকে ড্রাগে আসক্ত হয়ে পড়া থেকে শুরু করে বেআইনি অস্ত্র রাখার জন্য সঞ্জুবাবাকে জেলেও যেতে হয়েছিল। তবে অসাধারণ অভিনয় দক্ষতার সুবাদে গোটা দেশের মধ্যে তাঁর জনপ্রিয়তা কম নয়। অতিসম্প্রতি এই সুপারস্টার লাইমলাইটে এসেছেন তার আসন্ন সিনেমা “কেজিএফ চ্যাপ্টার ২” এর জন্য।

ভারতীয় দর্শকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল এই “কেজিএফ চ্যাপ্টার ২” সিনেমার জন্য। কিছুদিন আগে সিনেমার ট্রেলার রিলিজ করলে তা চোখের পলকে সুপারভাইরাল হয়ে যায়। এই সিনেমায় কাজ করার জন্য কঠোর পরিশ্রম করেছেন সঞ্জুবাবা। চরিত্রের সাথে খাপ খাওয়ানোর জন্য করতে হয়েছে ফিজিক্যাল ট্রানসফর্মেশন। তাই ঘন্টার পর ঘন্টা শরীরচর্চা করে কাটিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তারিফ করে সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন।

সঞ্জয় দত্ত কঠোর শরীর চর্চা করছেন এবং ঘামে সিক্ত তিনি। ভারী ওজন তোলাতে চওড়া হয়েছে ট্যাটু আঁকা বাইসেপ্স। এমন ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন মান্যতা। ক্যাপশন দিয়ে লিখেন, “অ্যান্ড উ রোর এগেন। আই বিলিভ ইন উ”। স্বামীর প্রশংসা করে ইনস্টাগ্রাম স্টোরি দিতেই তা ব্যাপক ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়া। আবার অনেকে ছবিতে সঞ্জয় দত্তের বডি ও স্টাইল দেখে প্রেমে পরে যান।

৬২ বছর বয়সে সঞ্জয় দত্ত এমন কাজ করলেন যে নিজেকে আটকাতে পারলেন না স্ত্রী মান্যতা, বললেন এই কথা

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ১৪ এপ্রিল বড় পর্দায় রিলিজ করতে চলেছে “কেজিএফ চ্যাপ্টার ২”। এই সিনেমার অসাধারণ অ্যাকশন সিকোয়েন্সে ও রক্তগরম করা ডায়লগ দেখার জন্য অপেক্ষা করছেন লক্ষ লক্ষ কেজিএফ ফ্যানেরা। এই সিনেমার স্টোরি সম্বন্ধে আলাদাভাবে বলার দরকার হয় তো পড়বে না। সিনেমাটি কোলার গোল্ড ফিল্ডের মাফিয়ার গল্প। এটি হিরোর চরিত্রে অভিনয় করছেন স্টাইলিশ সুপারস্টার যশ ও ভিলেন অ্যাধেরা চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত।