Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral : বিয়ে করতে গিয়ে কেঁদে লুটিয়ে পড়লেন পাত্র, ফেসবুকে ক্রমশ ভাইরাল এই ভিডিও

Updated :  Tuesday, January 21, 2020 2:35 PM

কৌশিক পোল্ল্যে: আপনাকে যদি প্রশ্ন করা হয় বিয়ের সময় কে বেশি কান্নাকাটি করে? আপনার স্বাভাবিক উত্তর হবে,‘পাত্রী’। কিন্তু এক্ষেত্রে হল ঠিক তার উলটোটা। বিয়ের পিঁড়িতেই কাঁদলেন পাত্র, রীতিমতো হাউহাউ করে কেঁদে পাত্রীর কোলে লুটিয়ে পড়লেন তিনি।

ফেসবুকে ক্রমশ ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিয়েতে শুভদৃষ্টি বিনিময়ের পরই চোখের জল ধরতে রাখতে পারলেন না পাত্র। সবটুকু আনন্দাশ্রুতে প্রকাশ করে, আবেগে ভেঙে পড়লেন তিনি। ‘মধুরেন সমাপয়ে’ কথায় এই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে ঘুরছে নেটদুনিয়ায়। অবশ্য বিয়ের স্থান, কাল ইত্যাদি নিয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : (ভাইরাল ভিডিও) রানু মন্ডলের গানে সুর দিচ্ছে কুকুর

ভিডিয়োতে অনেক কমেন্ট করে এই যুগলকে শুভেচ্ছা জানাচ্ছেন। কিছুজনের বক্তব্য, “বহু বাধাবিপত্তি পেরিয়ে নিজের ভালোবাসার মানুষটিকে জয় করার যে আনন্দ, এ অশ্রু তারই প্রতিফলন।” অনেকে অবশ্য মজাচ্ছলে লিখেছেন, “এবার পাত্রের দুঃখের দিন শুরু হল, সেই ভেবেই তিনি আগাম কাঁদছেন।” তবে সকলের মতে, এটি ভালোবাসার জয়। শীতে বিয়ের মরশুমে এই মন ভালো করা ভিডিয়োটি রইল আপনার জন্য।