Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Alto K10: ৩৬ কিমি মাইলেজ সহ মারুতির এই গাড়ি মিলছে জলের দরে, দেখুন দাম এবং ফির্চাস

Updated :  Friday, October 11, 2024 3:35 PM

আজকের প্রতিবেদনের শুরুতে আমরা আপনাদের বলি, বিগত কয়েক বছরে ভারতের বাজারে অবিশ্বাস্যভাবে উন্নতি ঘটেছে অটোমোবাইল সেক্টরে। দেশি হোক কিংবা বিদেশি কোম্পানির একাধিক গাড়ি বর্তমানে দাপটের সাথে রাজত্ব করছে ভারতীয় রাস্তায়। বর্তমানে ভারতের প্রত্যেকটি মধ্যবিত্ত পরিবারের চাহিদায় যুক্ত হয়েছে একটি স্বপ্নের গাড়ি। বিশেষ করে পরিবারের সাথে লং-ট্যুর কিংবা নিত্য প্রয়োজনে এই সমস্ত গাড়িগুলি ব্যবহার করছেন বেশিরভাগ গাড়ি প্রেমীরা। যদি আপনি এই মুহূর্তে বাজারের সেরা গাড়ি ক্রয় করতে চান, তবে আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠেছে, কোন গাড়িটি আপনার জন্য সেরা? আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য আপনার সেই প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক, ভারতের প্রেক্ষাপটে আপনার জন্য সেরা গাড়ি হতে চলেছে কোনটি-

আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন এই গাড়ি-

যদি এই মুহূর্তে আপনি ভারতের বাজারের সবচেয়ে দুর্দান্ত গাড়িটি ক্রয় করতে চান এবং লং-মাইলেজ পেতে চান, সে ক্ষেত্রে আপনার জন্য বর্তমান সময়ের সেরা গাড়ি প্রমাণিত হতে পারে Alto K 10 গাড়িটি। কম দামের পাশাপাশি দুর্দান্ত মাইলেজ এবং দুর্দান্ত বৈশিষ্ট্যের কারণে এই গাড়িটি আপনার জন্য উপযুক্ত প্রমাণিত হতে পারে। আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক, Alto K 10 গাড়িটির অবিশ্বাস্য বৈশিষ্ট্য এবং দাম।

সেরা গাড়ির অত্যাধুনিক বৈশিষ্ট্য-

প্রথমেই যদি Alto K 10 সিরিজের গাড়িটির অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে ৪-সিটারের এই গাড়িটির দুর্দান্ত ডিজাইন আপনাকে অবাক করবে। তাছাড়া, গাড়িটিতে আপনি ৬.৭৮ ইঞ্চির টাচ স্ক্রিন দেখতে পাবেন। এছাড়া গান শোনার জন্য দুর্দান্ত সাউন্ড সিস্টেম, ব্লুটুথ কানেক্টিভিটি, এলইডি হেডলাইট, নেভিগেশন সিস্টেম ছাড়াও আরামদায়ক সিট দেখতে পাবেন আপনি। এছাড়া, গাড়িটিতে দুটি এয়ার ব্যাগ প্রদান করা হয়েছে। কোম্পানি তরফ থেকে দাবী করা হয়েছে, তাদের এই অত্যাধুনিক গাড়িটি লিটার প্রতি তেলে ৩৪-৩৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। তাছাড়া, গাড়িটি ভারতের বাজারে প্রাপ্ত অন্যান্য গাড়ির তুলনায় দামেও অনেক সস্তা। আপনি চাইলে গাড়িটি মাত্র ৫.৯৪ লাখ টাকায় ক্রয় করতে পারবেন।