Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারতের বাজারে চলে এলো Maruti-র নতুন পাঁচ দরজা বিশিষ্ট SUV, দেখে নিন ফিচার ও দাম

Updated :  Friday, February 3, 2023 10:03 PM

দেশের সবথেকে বড় গাড়ি নির্মাতা কোম্পানি মারুতি সুজুকি সম্প্রতি নিয়ে চলে এসেছে তাদের নতুন গাড়ি মারুতি জিমনি। এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক কিছু ফিচার এবং এই মুহূর্তে এসইউভি মার্কেটে অল্প বিস্তর জনপ্রিয়তা পেতে শুরু করেছে এই গাড়িটি। এখনো পর্যন্ত গ্লোবাল মার্কেটে মারুতি জিমনি গাড়ির থ্রি ডোর বিকল্পটি উপলব্ধ। তবে এবারে ভারতীয় মার্কেটের জন্য মারুতি সুজুকি নিয়ে আসছে একটি পাঁচটি দরজা বিশিষ্ট ইউনিট। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত এই এসইউভি গাড়ির ১৫ হাজার ইউনিট বুকিং করা হয়ে গিয়েছে। অর্থাৎ বলতে গেলে এসইউভি মার্কেটে নতুন খেলোয়াড় হলেও মারুতি সুজুকি কোম্পানির এই গাড়িটির বেশ ভালো জনপ্রিয়তা তৈরি হয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, maruti suzuki কোম্পানি টি এই গাড়িটি বিক্রির জন্য এই মাসেই লঞ্চ করেছে। ভারতের প্রিমিয়াম নেক্সা ডিলারশিপ থেকে এই গাড়ি আপনি কিনতে পারছেন। এই গাড়িতে আপনার জন্য দেওয়া হয়েছে চারটি আলাদা আলাদা বিকল্প। এই গাড়িতে ১.৫ লিটারের ক্ষমতা বিশিষ্ট কে সিরিজ ন্যাচুয়াল এসপায়ার পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনটি ১০৩ বি এইচ পি পাওয়ার এবং ১৩৪ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে।

এই ইঞ্জিনে দেওয়া হয়েছে ফাইভ স্পিড ম্যানুয়াল এবং ফোর স্পিড অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার বক্স। এছাড়াও ফোর হুইল ড্রাইভ এবং গ্রিপ প্রো সিস্টেম দেওয়া হয়েছে এই গাড়িতে। টেকনিক্যালি এই গাড়িটি অন্যান্য এসইওভি গাড়ির তুলনায় অনেকটাই আধুনিক। পাশাপাশি অফ রোডিং ড্রাইভিং এর জন্যও রয়েছে আধুনিক কিছু ফিচার।

এছাড়াও এই গাড়িতে আপনারা পাচ্ছেন ৯ ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে। এছাড়াও স্টিয়ারিং হুইল অনেকটা মারুতি সুজুকি সুইফট গাড়ির মতো দেখতে বানানো হয়েছে। এই গাড়িতে ড্যাশবোর্ড এ মাউন্টেড গ্রাব হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে। স্পিডোমিটার এবং বাকি সমস্ত ফিচার বেশ আধুনিক বলা চলে। স্মার্টপ্লে প্রো প্লাস টেকনিক ব্যবহার করা হয়েছে এই গাড়িতে। এছাড়াও সমস্ত ধরনের কানেক্টিভিটি রয়েছে এই নতুন মারুতি সুজুকির জিমনি গাড়িতে।