আগামী বছর মারুতি সুজুকি লঞ্চ করছে তিনটি নতুন SUV গাড়ি, বাজেটের মধ্যে পাবেন বড় গাড়ি

ভারতের সবথেকে জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানি মারুতি সুজুকি তার SUV পোর্টফোলিও প্রসারিত করতে চলেছে আগামী বছর তিনটি নতুন মডেল লঞ্চ করার মাধ্যমে। মারুতি সুজুকির তরফ থেকে তিনটি নতুন অল ইলেকট্রিক…

Avatar

ভারতের সবথেকে জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানি মারুতি সুজুকি তার SUV পোর্টফোলিও প্রসারিত করতে চলেছে আগামী বছর তিনটি নতুন মডেল লঞ্চ করার মাধ্যমে। মারুতি সুজুকির তরফ থেকে তিনটি নতুন অল ইলেকট্রিক গাড়ি লঞ্চ করা হবে, যার ফলে মারুতি সুজুকি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে যেকোনো মার্কেটে। বিভিন্ন রেঞ্জের এবং বিভিন্ন ধরনের এসইউভি লাইনআপে নিজেদের গাড়িকে স্থান করে দিতে মারুতি সুজুকি নিয়ে আসতে চলেছে তাদের নতুন বৈদ্যুতিক গাড়ি।

১. Maruti Suzuki eVX

Maruti suzuki এই বছরের শেষ নাগাদ ভারতীয় বাজারে এই নতুন গাড়িটি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। ২০২৫ সালের শুরুর দিকে এই গাড়ির বিক্রি শুরু হবে। ইলেকট্রিক মার্কেটে এই গাড়িটি ঝড় তুলতে পারে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই এই ইলেকট্রিক গাড়ির উৎপাদনের ইউনিট দেখা গিয়েছে। এই গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন ২৭০০ মিমি হুইলবেস এবং ৪.৩ মিটার দৈর্ঘ্য। এছাড়াও কোম্পানি জানিয়েছে, এই নতুন গাড়িতে আপনারা পেয়ে যাবেন একটি ৪৮ কিলোওয়াট ঘন্টার ক্ষমতা বিশিষ্ট ব্যাটারি, যাতে আপনারা ৪০০ কিলোমিটারের রেঞ্জ পেয়ে যাবেন। পাশাপাশি একটি ৬০ কিলোওয়াট ঘন্টা ব্যাটারি আপনারা পেয়ে যাবেন, যার মাধ্যমে ৫৫০ কিলোমিটারের রেঞ্জ আপনাদের অফার করা হবে।

২. মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা

ইতিমধ্যেই এই নতুন গাড়ির সাত সিটার সংস্করণ ভারতীয় বাজারে জনপ্রিয়তা পেয়েছে এবং আগামী বছর এই নতুন গাড়িটি বাজারে লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে। সুজুকির গ্লোবালি জনপ্রিয় সি প্লাটফর্ম এর উপর ভিত্তি করে এই নতুন গাড়িটি তৈরি করা হবে বলে জানা গিয়েছে। আকারের দিক থেকে দেখতে গেলে, এই গাড়িটি বেশ বড় এবং এখানে তিনটি আসনের সারি থাকতে চলেছে। এই গাড়িতে একটি ১.৫ লিটারের ইঞ্জিন পেয়ে যাবেন আপনারা। এটি হতে চলেছে একটি তিন সিলিন্ডার শক্তিশালী হাইব্রিড ইঞ্জিন।

৩. Fronx Facelift

এই নতুন গাড়িটি ২০২৩ সালে আত্মপ্রকাশ করেছিল বটে, কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় বাজারে এই গাড়িটি মুক্তি পায়নি। সম্ভাবনা আছে আগামী বছর এই গাড়িটি মুক্তি পাবে ভারতীয় বাজারে। এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন নতুন HEV সিরিজের হাইব্রিড পাওয়ারট্রেন, যার ফলে আপনারা ৩০ কিলোমিটার প্রতি লিটারের বেশি মাইলেজ পেয়ে যাবেন। এখনো পর্যন্ত এই নতুন গাড়িটির ব্যাপারে খুব বেশি তথ্য পাওয়া যায়নি।