Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

অভিনব উদ্যোগ, মৌরিশের অন্নপ্রাশনে উপহার হিসাবে দেওয়া হল ‘মাস্ক’

Updated :  Tuesday, March 17, 2020 10:27 AM

মলয় দে: মৌরিশ -র বয়স মাত্র আট মাস। গতকাল তার শুভ অন্নপ্রাশন ছিল। এই অনুষ্ঠানেই মৌরিশের বাবা ও মা এক অভিনব উদ্যোগ নিয়েছে। খাবার টেবিলে মেনু কার্ডের সাথে উপহার হিসাবে দেওয়া হয়েছে ‘মাস্ক’ .শান্তিপুরের কবি করুণানিধান স্ট্রিটে মৌরিশদের বাড়ি। তার বাবা সুমন বিশ্বাস রেখে চাকরি করেন। মা মৌমিতা গৃহবধু। তাদের একমাত্র সন্তান এই ছোট্ট মৌরিশ।

গতকাল তার এই অন্নপ্রাশনে আমন্ত্রিত ছিলেন প্রায় ৫০০ অতিথি। খাবার টেবিলে মেনু কার্ড থাকা সত্বেও আঠা দিয়ে আটকানো খাম দেখে সকলেই অবাক। তারপর খাম খুলেই তারা দেখে যে তাতে রয়েছে ‘মাস্ক’। এরপরই মৌরিশের মায়ের বিনীত নিবেদন, ‘ওটা ব্যবহার করবেন কিন্তু’! মা বাবা ছোট মৌরিশ থেকে শুরু করে ক্যাটারিং, চা-কফি ফুচকা স্টল, ফটোগ্রাফার , এমনকি চার্লি চ্যাপলিন, গোপালভাঁড় প্রত্যেকের মুখেই মাস্ক।

আরও পড়ুন : করোনা ভাইরাস বাঁচাবে ৭০ লক্ষ মানুষকে, কমবে পরিবেশ দূষণ

কেন এমন আয়োজন জানালেন মা মৌমিতা বিশ্বাস “শুধু করোনা ভাইরাস নয়, যেভাবে পরিবেশ দূষিত হচ্ছে তাতে আগামী দিন এভাবেই চলতে হবে, তাই শুভদিনে সু অভ্যাসের সূচনা।” বাবা সুমন বিশ্বাস জানান “দুঃখ একটাই থেকে গেল, নিমন্ত্রিত দের অর্ধেকের কাছে পৌছাতে পারলাম না এই মাস্ক। দ্বিগুণেরও বেশি দাম দিয়ে কিনে জোগাড় করতে পারলাম না প্রত্যেকের জন্য। তাই বাকিদের জন্য চারা গাছ উপহার দিলাম”।