এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতবর্ষের বুকে। গত ২৪ ঘন্টায় গোটা ভারতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮০ হাজারের কাছাকাছি মানুষ। এই ভাইরাসের নতুন মিউট্যান্ট স্ট্রেন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। এমনকি এই স্ট্রেনের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। একাধিক রাজ্যে হাসপাতালের বেডের অভাব দেখা গেছে, আবার কিছু রাজ্যে অক্সিজেনের ঘাটতি দেখা গেছে। অন্যান্য রাজ্যের মত বেহাল দশা বাংলাতেও। বাংলার মধ্যে উত্তরবঙ্গে করোনায় মৃত্যুমিছিল লেগে গেছে। শুধুমাত্র গতকাল শিলিগুড়িতে সাউডাঙ্গা শ্মশানে একসঙ্গে দাহ করা হয়েছে ৪৯ মৃতদেহকে।
রাজ্য সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় শুধুমাত্র দার্জিলিং জেলাতে করোনা আক্রান্ত হয়েছে ৬৪০ জন। সংক্রমণ যেমন লাফিয়ে বাড়ছে ঠিক তেমন বাড়ছে মৃত্যুর সংখ্যা। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়া খারাপের জন্য মৃতদেহ সৎকার করতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গতকাল বিকেলে শিলিগুড়িতে দার্জিলিং জলপাইগুড়ি থেকে আনা মোট ৪৯ জনের দেহ একসাথে দাহ করা হয়।
জানা গিয়েছে গত তিন দিনে শুধুমাত্র শিলিগুড়ি থেকে করোনায় মৃত্যু হয়েছে ৩৯ জনের। সেই সাথে জলপাইগুড়িতে অনেকে মৃত্যু হচ্ছে। কিন্তু আবহাওয়া খারাপ থাকার জন্য সেখানে সৎকার কাজ করা যায়নি। এবারে গতকাল বিকেলে লাশের পাহাড় জমে গেলে তাদের একসাথে দাহ করা হয়। গণচিতা জ্বালিয়ে ৪৯ জনের মৃতদেহ পোড়ানো হয়। এই দৃশ্য দেখে রীতিমতো তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছে উত্তরবঙ্গবাসী।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় দেশজুড়ে করণা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ২২৯ জনের। পাশাপাশি সুখবর হিসাবে বলা যেতে পারে সুস্থ হয়েছেন প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ। বর্তমানে দেশজুড়ে অ্যাক্টিভ করোনা আক্রান্ত সংখ্যা ৩৪ লাখ ৪৭ হাজার ১১৩ জন।