Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জয়ের ধারা অব্যাহত রাখতে আজ বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামছে সুব্রত পালের ছেলেরা

Updated :  Saturday, November 28, 2020 1:19 PM

আজ, শনিবার আইএসএল ম্যাচে মুখোমুখি হতে চলেছে সুব্রত পালের হায়দরাবাদ এফসি এবং বেঙ্গালুরু এফসি। গতকাল, শুক্রবার আইএসএলের প্রথম ডার্বির পর আজকের ম্যাচ নিয়ে তেমন কোনও উত্তেজনা খুব একটা ফুটবলপ্রেমীদের মধ্যে থাকবে না, এমনটাই মনে করছে ফুটবল মহলের একাংশ। যদিও থাকুক বা না থাকুক, এই ম্যাচ কে কম গুরুত্বপূর্ণ বলে একেবারেই মনে করছেন না হায়দারাবাদ কোচ সুব্রত পাল।

সপ্তম আইএসএলের প্রথম ম্যাচে ৩ পয়েন্ট ঘরে তুলে আত্মবিশ্বাসকে জোরালো করেছে সুব্রত পালের ছেলেরা। সেদিক থেকে দেখতে গেলে বেঙ্গালুরু এফসি কিছুটা হলেও ব্যাকফুটে রয়েছে হায়দরাবাদের থেকে। কারণ, প্রথম ম্যাচ ড্র দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করেছেন বেঙ্গালুরুর ফুটবলাররা। বিপক্ষ দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেও জয় ছিনিয়ে নিতে পারেনি এই দল। তাই শেষমেষ ড্র করে পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দক্ষিণের এই দলকে।

তাই দ্বিতীয় ম্যাচে জয় ফিরতে মরিয়া বেঙ্গালুরু এফসি। উল্টোদিকে, জয়ের ধারা অব্যাহত রাখতে আপ্রাণ চেষ্টা চালাবে হায়দরাবাদ এফসি, এমনটা বলাই যায়। সুতরাং, শনিবাসরীয় এই ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই আপনি বলতে পারেন। কারণ, হায়দরাবাদ ও বেঙ্গালুরুর খেলা হলেও এই ম্যাচে বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে, তা কিন্তু বলাই যায়। কারণ, হায়দরাবাদের কোড সুব্রত পাল। আর সুব্রত পালের অনুগামীরা খুব স্বাভাবিকভাবেই এই ম্যাচকে উপভোগ করবেন বলেই আশা করা যাচ্ছে। এখন ম্যাচ শেষে ৩ পয়েন্ট কোন দল ঘরে তোলে, সেটাই দেখার।