Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আর কিছুক্ষণের মধ্যে আইএসএলে মুখোমুখি হতে চলেছে এফসি ওড়িশা বনাম হায়দরাবাদ এফসি

Updated :  Monday, November 23, 2020 5:57 PM

ওড়িশা: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই আইএসএলের সপ্তম মরশুমে চতুর্থ ম্যাচে মুখোমুখি হতে চলেছে এফসি ওড়িশা বনাম হায়দরাবাদ এফসি। গত বছর এই দুটি দলের অভিষেক ঘটেছিল। দিল্লি ডায়নামোজ এবং পুনে সিটি এফসির পরিবর্তে আইএসএলের ষষ্ঠ সংস্করণে এই দুটি দলের আত্মপ্রকাশ ঘটে। যদিও দুটো দলের পারফরম্যান্সের ভিত্তিতে দুটি দলই একই পজিশনে টুর্নামেন্ট শেষ করেছিল। তবে দ্বিতীয় মরশুমে চ্যাম্পিয়ন খেতাব জিততে মরিয়া দুই দল।

ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হবে এই নতুন দুই দল। যারা এটিকে-মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের থেকে আইএসএলের অভিজ্ঞতার দিক থেকে একধাপ এগিয়ে। যদিও দলের নিরিখে ইস্টবেঙ্গল এবং এটিকে-মোহনবাগান অনেকটাই এগিয়ে, তবুও আইএসএল খেলার অভিজ্ঞতা এফসি ওড়িশা এবং হায়দরাবাদ এফসির বেশি রয়েছে। তারুণ্যে ভরা দুটি দলকে সাজানো হয়েছে। যেখানে বিদেশি খেলোয়াড়দের সঙ্গে নিজের শহরের খেলোয়াড়দের সমানভাবে গুরুত্ব দিয়ে সুযোগ দেওয়া হয়েছে। কেউই কাউকে সমীহ করে ছাড়ছে না।

প্রথম ম্যাচে খেলতে নামার আগে দুটি দলে আত্মবিশ্বাস ভরপুর রয়েছে। তাই সপ্তাহের প্রথমেই এই ম্যাচকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ যথেষ্ট চড়া। যদিও করোনা পরিস্থিতির মধ্যে গ্যালারিতে দর্শকরা খেলা দেখতে পারছেন না। তাই সবটাই টেলিভিশনের পর্দায় এবং মোবাইল ফোনের পর্দায় উপভোগ করতে হচ্ছে। আজকের ম্যাচে কোন দল জেতে এখন সেটাই দেখার।