দেশনিউজ

আগামী বছরের শুরুতে অভিযান শুরু হতে পারে চন্দ্রযান ৩-র

Advertisement

নয়াদিল্লি: মহাকাশে একের পর এক রেকর্ড গড়েছে ইসরো তথা ভারত. চন্দ্রযান ২-এর পর এবার ইসরোর নতুন টার্গেট হল চন্দ্রযান ৩। আগামী বছরের শুরুতে ও মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিতে পারে চন্দ্রযান ৩। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

গতবছর চন্দ্রযান ২ মহাকাশে পাঠানোর পর চলতি বছরের শেষে চন্দ্রযান ৩ অভিযান করার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি ও লকডাউন পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা বেশ খানিকটা পিছিয়ে যায়। তবে আগামী বছরের শুরুর দিকে এই পরিকল্পনা বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে। বলা হয়েছে, চন্দ্রযান ৩ আসলে চন্দ্রযান ২-এরই পুনঃ মিশন। আপাতত জানা গিয়েছে চন্দ্রযান ৩ -তে ‘অরবিটার’ থাকবে না তবে এতে একটি ‘ল্যান্ডার’ এবং ‘রোভার’ থাকবে।

গত বছরের ২২ জুলাই চন্দ্রযান ২ মিশন শুরু হয়েছিল। এটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পরিকল্পনা করা হয়েছিল। সব ঠিক থাকলেও একেবারে অন্তিম মুহূর্তে বলা যায় তীরে এসে তরী ডোবে। তবে ল্যান্ডার বিক্রম ৭ সেপ্টেম্বর চন্দ্র পৃষ্ঠে ‘হার্ড ল্যান্ডিং’ করে। ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন। তবে চন্দ্রযান ২ এর অরবিটার এখনও ভাল কাজ করছে ও তথ্য প্রেরণ করছে বলে সূত্রে খবর আর এবার সবকিছু ঠিক থাকলে ২০২১ সালের শুরুর দিকে চন্দ্রযান ৩ অভিযান শুরু হতে পারে বলে আশাবাদী ইসরো কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button