সপ্তাহের শুরু থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাপমাত্রার পারদ ও নিচের দিকে। সপ্তাহ জুড়েই আকাশ মেঘলা। কোথাও আবার বৃষ্টিও হয়েছে। আজ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। বেশ কিছু জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।
মুর্শিদাবাদ, নদীয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম,দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। হতে পারে বৃষ্টিও। কোথাও হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে।
কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমান ৭২ শতাংশের মধ্যে থাকবে। কাল হালকা বৃষ্টি হয়েছে। বাংলাদেশ লাগোয়া এলাকাতে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাবাস রয়েছে।