মলয় দে, নদীয়া:- চলছে লক ডাউন। আর এই লক ডাউনকে মান্যতা দিয়ে নদিয়ার মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে ভক্ত সমাগম না করে মায়াপুর ইস্কনের পঞ্চতত্ত্ব মন্দিরের ভিতরে অস্থায়ী পুষ্করিণী তৈরি করে শুরু করানো হল চন্দন যাত্রা উৎসব।
সূত্রের খবর, অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হওয়া এই চন্দন যাত্রা উৎসব চলবে আগামী এক মাস পর্যন্ত। গ্রীষ্মকালের দাবদাহ থেকে মুক্তি পেতে রাধামাধব বিগ্রহের শরীরে চন্দন মাখিয়ে রাখা হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার আগেই রাধামাধবের বিগ্রহ বের হয় নৌকাবিহার পরিক্রমায়। প্রতিবছর চন্দন যাত্রা উৎসবে সামিল হয় প্রচুর ভক্ত তবে এবারে করোনার জালে আটকে সবাই।
এবার লকডাউনের ফলে বেশি ভক্ত যাতে জমায়েত না হয় সে কথা মাথায় রেখে প্রথা ও রীতিনিয়ম মেনে মন্দিরের ভিতরে অস্থায়ী পুষ্করিণী তৈরি করে প্রতিদিন চলছে নৌকা বিহার। কথিত আছে পুরীর নরেন্দ্র সরোবরে ইসমের দাবদাহ থেকে মুক্তি পেতে চন্দন যাত্রা এবং নৌকাবিহার করেছিলেন রাধামাধব। তারপর থেকেই প্রতিবছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে নদীয়ার মায়াপুর ইস্কনে শুভারম্ভ হয় চন্দন যাত্রা উৎসব।