কলকাতানিউজ

ছটপুজো উপলক্ষে বাবুঘাট পরিদর্শনে কলকাতার মেয়র, থাকছে বিশেষ নজরদারি

Advertisement

কলকাতা : ছটপুজো উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে বাবুঘাটে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন বাবুঘাট পরিদর্শন করে তিনি বলেন, সব ধর্মকে সমান মর্যাদা দেয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছটপুজোও বাদ যায়নি। আমরা দুর্গাপুজোর মতো ছটপুজোরও আয়োজন করেছি। কোনো দুর্ঘটনা যাতে না ঘটে আমরা তার জন্য রেলিং করে দিয়েছি। এছাড়া পুলিশ প্রশাসন সর্বদা সক্রিয় রয়েছে। এইসব কিছু দেখতেই আমি এসেছি।

সুরক্ষা ব্যাবস্থার কথা মাথায় রেখে কলকাতার মেয়র তথা রাজ্যের পুর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ছট পুজোর আগে শহরের সমস্ত ঘাটগুলি পরিদর্শন করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে কলকাতা পুরসভা এবার ছট পূজাতে বিশেষ নজরদারি চালাচ্ছে।

Related Articles

Back to top button