দেশনিউজ

প্রয়াত MDH মশলা কোম্পানির কর্ণধার ধর্মপাল গুলাটি, টুইটে শোক জ্ঞাপন কেজরিওয়ালের

Advertisement

নয়াদিল্লি: প্রয়াত MDH মসলা কোম্পানির কর্ণধার ধর্মপাল গুলাটি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭। বহুবার সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। জানা গিয়েছে, গত বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন তিনি। এমনকি তাঁকে দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত বেশ কয়েক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু আজ, বৃহস্পতিবার সকালে হূদরোগে আক্রান্ত হয়ে অবশেষে জীবনযুদ্ধে হার মানতে হল MDH মসলা কোম্পানির কর্ণধারকে। স্বভাবতই তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

গুলাটি শিয়ালকোটে জন্মগ্রহণ করেছিলেন, যা বর্তমানে পাকিস্তানের অধীনে। পরবর্তী সময়ে দেশভাগের পর থেকে তিনি ভারতে রয়ে গিয়েছেন। সমাজের জন্য তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর প্রয়াণে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে শোক জ্ঞাপন করেছেন।

তিনি টুইট করে লিখেছেন, ‘ধর্মপাল গুলাটিজি একজন উৎসাহী ব্যক্তিত্ব ছিলেন। যিনি সমাজকে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারকে আমি আমার সমবেদনা জানাই।’

Related Articles

Back to top button