Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সৌন্দর্যের নিরিখে অনেক বলিউড অভিনেত্রীকে টেক্কা দেবেন ‘শোলে’র গব্বরের মেয়ে, রইল কিছু ছবি

Updated :  Tuesday, March 22, 2022 8:59 AM

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। যারা বলি সিনেমার ফ্যান তাঁরা অবশ্যই শোলে সিনেমাটি দেখেছেন। এই সিনেমার গব্বর এখনও অব্দি নেতিবাচক চরিত্র হিসাবে প্রশংসা পায়। এখনও মানুষকে ভয় দেখানোর জন্য একটাই শব্দ যথেষ্ঠ, “গব্বর”। এই আইকনিক চরিত্রে অভিনয় করেছিলেন আমজাদ খান। তাঁর অভিনয়ের ফ্যান সকলেই। তবে আজকের এই প্রতিবেদন ঠিক আমজাদ খানকে নিয়ে নয়।

সৌন্দর্যের নিরিখে অনেক বলিউড অভিনেত্রীকে টেক্কা দেবেন 'শোলে'র গব্বরের মেয়ে, রইল কিছু ছবি

আমজাদ খান তাঁর ৩০ বছরের দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে ১৩০ টিরও বেশি ছবিতে কাজ করেছেন। কিন্তু এই জনপ্রিয় অভিনেতার পরিবারের সদস্য সম্পর্কে অনেকেই হয়তো জানেন না তাঁর সন্তানদের কথা। আমজাদ খানের তিন সন্তান, দুই ছেলে ও এক মেয়ে। আমজাদ খানের এক কন্যা রয়েছে যার নাম আহলাম খান। আপনি জানলে অবাক হবেন, এই আহলাম খানের সৌন্দর্যের সামনে ফিকে হয়ে যায় তাবড় তাবড় বলিউড অভিনেত্রী। তবে অনেকেই আফসোস করেন কেন এই আহলাম খানকে খুব একটা বেশি সিনেমার জগতে দেখা যায় না।

সৌন্দর্যের নিরিখে অনেক বলিউড অভিনেত্রীকে টেক্কা দেবেন 'শোলে'র গব্বরের মেয়ে, রইল কিছু ছবি

কিন্তু বাবার মতোই আহলাম খান অভিনয় দক্ষতায় ব্যাপক পারদর্শী। বেশ কয়েকটি সিনেমাতে তিনি অভিনয় করেছেন। তবে বর্তমানে তিনি থিয়েটার শিল্পের সাথে যুক্ত। ২০০৫ সালে “রিলেশনশিপ” সিনেমা দিয়ে লাইমলাইটে এসেছিলেন তিনি। এটি মালায়ালাম সুপারস্টার মোহনলালের একটি সুপারহিট শর্ট ফ্লিম। তবে ২০১১ সালে জাফর করাচীওয়ালার সাথে বিয়ে করেন তিনি। জানিয়ে রাখা ভাল, জাফর করাচীওয়ালা নিজেও একজন থিয়েটার শিল্পী।

সৌন্দর্যের নিরিখে অনেক বলিউড অভিনেত্রীকে টেক্কা দেবেন 'শোলে'র গব্বরের মেয়ে, রইল কিছু ছবি

তবে বর্তমানে বলিউড জগত বা সোশ্যাল মিডিয়ার লাইমলাইট কোথাও খুব একটা বেশি দেখা যায় না অভিনেত্রী বা তার স্বামীকে। আসলে দুজনেই সোশ্যাল মিডিয়া সাইট ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইল লক করে রেখেছেন। তাই ইন্টারনেট দুনিয়াতে খুব একটা বেশি ছবি দেখা যায় না সুন্দরী অভিনেত্রীর।