করোন আক্রান্ত হলেন দেশের আরও এক মুখ্যমন্ত্রী। এবার কোভিড রিপোর্ট পজেটিভ এল
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাদ সাঙ্গমায়ের। নিজেই সে কথা টুইট করে জানিয়েছেন তিনি। পাশাপাশি যেসব ব্যক্তি তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের সকলকেই করোনা পরীক্ষা করতে আর্জি জানিয়েছেন কনরাদ।
টুইট করে কনরাদ লিখেছেন, ‘আমার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। আমি এখন হোম আইসোলেশনে রয়েছি। সামান্য উপসর্গ রয়েছে। যারা বিগত ৫ দিনে আমার সংস্পর্শে এসেছেন তাঁদের শারীরিক যত্ন নেওয়ার আর্জি জানাচ্ছি। যদি প্রয়োজন হয় পরীক্ষা করাবেন।’
করনাদের দুই ক্যাবিনেট মন্ত্রী অল হেক ও স্নিয়াভালাং ধর আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁরা দুজনেই এখন সুস্থ। এর আগেও দেশের বিভিন্ন রাজ্যের একাধিক মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংও করোনা আক্রান্ত হয়েছিলেন।